বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন

স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের জাতীয় সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৯ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সম্মেলন কক্ষে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদের উদ্যোগে স্বাধীন চলচ্চিত্র কর্মীদের প্রথম জাতীয় সম্মেলনে সংগঠনের গঠণতন্ত্র অনুমোদন দেওয়া হয়। পরে সদস্যদের প্রত্যক্ষ ভোটে চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়েত হোসেন মামুন সভাপতি এবং চলচ্চিত্র নির্মাতা অদ্রি হৃদয়েশ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আগামী ৩ বছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির নির্বাচিত অন্যারা হলেন- সহ-সভাপতি রাজন দাশ ও শামীম আকন্দ, সহ-সাধারণ সম্পাদক শৈবাল আদিত্য, সাংগঠনিক সম্পাদক রুমকী রুসা, অর্থ সম্পাদক খাদিজা বাপ্পী, দপ্তর সম্পাদক মাসঊদ পিয়াল, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, প্রকাশনা সম্পাদক রাসেল আহমেদ রনি, আইন বিষয়ক সম্পাদক মুহাইমিনুর রহমান পলল, চলচ্চিত্র শিক্ষা বিষয়ক সম্পাদক জাবেদ পাটোয়ারী, চলচ্চিত্র বিতরণ ও প্রদর্শন বিষয়ক সম্পাদক আহমেদ হিমু এবং কার্যকরী সদস্য হয়েছেন নাজমুল হাসান লিজা ও শাজাহান শোভন।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের জ্যেষ্ঠ সংগঠক হাশেম সুফী।
এর আগে সংগঠনের খসড়া গঠনতন্ত্র আলোচনা-পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে অনুমোদন করা হয়। এরপর নির্বাচন কমিশনার নবনির্বাচিত সভাপতিকে এবং সভাপতি নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যদের শপথবাক্য পাঠ করান।
এমএসপি
