ভারতে চলচ্চিত্র উৎসবে অনন্য এক বাঁধন

লাক্স তারকা অভিনেত্রী আজমেরি হক বাঁধন। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অনবদ্য অভিনয় দিয়ে কানযাত্রা হয়েছে তার। এ সিনেমার কারণে দেশে বিদেশে তৈরি হয়েছে তার অসংখ্য ভক্তকুল। এবার নতুন খবর দিলেন এই তারকা অভিনেত্রী।
ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী প্রদর্শনী হয়েছে বাঁধন অভিনীত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতও ছিলেন এ অভিনেত্রী। উৎসবের অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে সেই ছবি।
ফেসবুক পেজে শেয়ার করা ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘নিখুঁত! আজমেরি হক, কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওপেনিং ফিল্মের অভিনেত্রী সবাইকে মুগ্ধ করেছেন।’
৮ দিনব্যাপী কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আরও দুই দিন দেখানো হবে ‘রেহানা মরিয়ম নূর’।
আগামী ১ মার্চ ট্যাগোর থিয়েটারে ও ২৩ মার্চ অজান্তা থিয়েটারে সিনেমাটির দুটি শো আছে বলে জানানো হয়েছে উৎসবের অফিশিয়াল ফেসবুক পেজে।
এ সম্পর্কে অভিনেত্রী আজমেরি হক বাঁধন ঢাকাপ্রকাশকে বলেন, ‘এটা অনেক বড় একটি ব্যাপার। এরকম একটি প্রেস্টিজিয়াস ফিল্ম ফেস্টিভাল ওপেনিং বাংলাদেশের ফিল্ম দিয়ে হয়েছে। এত এত দর্শক ছিল এখানে, সবাই সিনেমাটি দেখে প্রশংসা করেছে। যেই সম্মানটা এখানে দেওয়া হচ্ছে সেটা আমার জন্য অনেক আনন্দের। আমার কাছে ভীষণ ভালো লাগছে।’
বাংলাদেশ থেকে নির্বাচিত প্রথম সিনেমা কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে নির্বাচিত হয়েছিল। সিনেমাটি পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ।
রেহানা মরিয়ম নূর নামে মেডিক্যাল কলেজের একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্পে নির্মিত সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাঁধন।
কান উৎসবের পর মেলবোর্ন ফিল্ম ফেস্টিভাল, বিএফআই লন্ডন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, হংকং এশিয়া ফিল্ম ফেস্টিভাল, বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, সিডনি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালসহ অনেকগুলো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে অংশ নিয়েছে ‘রেহানা মরিয়ম নূর’।
এএম/এমএমএ/
