ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য: জয়া

ভারতে ফিল্মফেয়ার বাংলা অ্যাওয়ার্ড ২০২১-এ সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এ নিয়ে টানা তিনবার সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার বাংলা পুরস্কার ঘরে তুলেছেন খ্যাতিমান এই অভিনেত্রী।
‘বিনিসুতোয়’ সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী কেন্দ্রীয় চরিত্র ও সমালোচক দুই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন জয়া আহসান। এখান থেকে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি।
এবার জয়ার সঙ্গে মনোনয়নে ছিলেন অপরাজিতা আঢ্য, কোয়েল মল্লিক, ঋতাভরী চক্রবর্তী, রুক্সিনী মৈত্র, অর্পিতা চট্টোপাধ্যায়, দামিনি বেনি বসু, ঋতুপর্ণা সেনগুপ্ত ও স্বস্তিকা মুখোপাধ্যায়।
পরপর তিনবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাংলা পেয়ে জয়া আহসান তার ফেসবুক পেজে অনুভূতি প্রকাশ করে লিখেছেন, ‘পরপর তিনবারের জন্য ফিল্মফেয়ার পুরস্কারে সম্মানিত হতে পেরে আমি আপ্লুত। শ্রেষ্ঠ অভিনেত্রীর জনপ্রিয় বিভাগে বিনিসুতোয় ছবির জন্য কৃষ্ণ সুন্দরী হাতে এলেন। ধন্যবাদ দর্শক এবং ফিল্মফেয়ার পুরস্কার কর্তৃপক্ষকে, এত ভালোবাসা দেওয়ার জন্য। আমার পরিচালক অতনু ঘোষ বিনিসুতোয় ছবির মধ্য দিয়ে যে নাগরিক রূপকথা বুনেছেন তার রেশ রয়ে গেল এই প্রাপ্তিতে।’
জয়া আরও লিখেছেন, ‘ছবির সমস্ত টিমকে অভিনন্দন জানাই ফিল্ম ফেয়ারের মঞ্চে সমালোচকদের পছন্দের সেরা ছবি, সমালোচকদের পছন্দের সেরা পরিচালক ও সেরা সম্পাদনার শিরোপা জয়ের জন্য। বিনিসুতোর বুনন আরও পোক্ত হলো আজ, শ্রেষ্ঠত্বের শিরোপা উজ্জ্বলতর হোক, সকলকে শুভেচ্ছা জানাই।’
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে ‘বিজয়া’ ও ‘রবিবার’ সিনেমার জন্য জয়া ফিল্মফেয়ার (বাংলা) সেরা অভিনেত্রীর পুরস্কার পান। ‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্য ২০১৮ সালে সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান এই অভিনেত্রী।
এএম/এসএ/
