আজিজুর রহমানের মৃত্যুতে চলচ্চিত্র পরিচালক ও শিল্পীদের শোক

কালজয়ী চলচ্চিত্র ‘ছুটির ঘণ্টা’র কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান চির ছুটি নিয়ে চলে গেছেন না ফেরার দেশে। সোমবার (১৪ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় তিনি কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে।
গুণী এই চলচ্চিত্র পরিচালক ও প্রযোজকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের সহকর্মীরা।
পরিচালক মনতাজুর রহমান আকবর সামাজিক মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘আমার ওস্তাদ, চলচ্চিত্রের পিতা শ্রদ্ধেয় আজিজুর রহমান আর নেই। রাত ১১টায় কানাডাতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আল্লাহ তাকে বেহেশত নসীব করুন। আমীন।’
চিত্রনায়িকা নিপুণ আক্তার তার অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, “ছুটির ঘণ্টা, অশিক্ষিত, মাটির ঘরসহ বহু কালজয়ী চলচ্চিত্রের পরিচালক কিংবদন্তি চিত্রনির্মাতা ও প্রযোজক আজিজুর রহমান স্যার আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তার পরিচালিত ‘জমিদার বাড়ির মেয়ে’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলাম। ওপারে ভালো থাকুন কিংবদন্তি।”
চিত্রনায়ক সাইমন সাদিক ফেসবুকে লিখেছেন, ‘দুনিয়া থেকে ছুটি নিলেন ছুটির ঘণ্টা চলচ্চিত্রের পরিচালক আজিজুর রহমান স্যার।’
চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া ফেসবুকে লিখেছেন, ‘ছুটির ঘণ্টা, অশিক্ষিত, মাটির ঘরসহ বহু কালজয়ী সিনেমার পরিচালক কিংবদন্তি আজিজুর রহমান স্যার আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক ফেসবুকে লিখেছেন, ‘ছুটির ঘণ্টা, অশিক্ষিত, মাটির ঘরসহ বহু কালজয়ী সিনেমার পরিচালক কিংবদন্তী আজিজুর রহমান স্যার আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মহান মালিক উনার আত্মাকে শান্তি প্রদান করুন। আমিন।’
চিত্রনায়ক ওমর সানি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ছোটবেলায় স্বপ্ন দেখতাম যদি শিল্পী হতাম, যদি কিছু পরিচালকের ছবিতে কাজ করতে পারতাম, তার মধ্যে আজিজুর রহমান স্যার থাকবেন। স্বপ্নটা পূরণ করেছিল আমার সৃষ্টিকর্তা। আমি যখন ভীষণ তুঙ্গে তখন তার দুইটা ছবির অফার পাই। ভাবছিলাম স্বপ্ন দেখছি না তো। ছবির নাম লজ্জা, কথা দাও। কিংবদন্তি পরিচালক আজিজুর রহমান ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। ’
এএম/এসএ/
