ইউক্রেনের ব্যাজ পরে বাফটায় তারকাদের সংহতি

লন্ডনের রয়েল আলবার্ট হলে রবিবার (১৩ মার্চ) তারকাদের সশরীরে উপস্থিতিতে বসেছিল ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের (বাফটা) অ্যাওয়ার্ডের ৭৫তম আসর।
পুরস্কারের মঞ্চে ইউক্রেনের জাতীয় পতাকার রঙের ব্যাজ পড়ে সংহতি জানিয়ে হাজির হয়েছিয়েল তারকারা। ইউক্রেনের জাতীয় পতাকার রঙে ব্যাজ পরে এসেছিলেন বেনেডিক্ট, জেসিকা ও গ্রাহাম।
নীল-হলুদ হলো ইউক্রেনের জাতীয় পতাকার রঙ। মারভেল কমিকসের ‘ডক্টর স্ট্রেঞ্জ’ তারকা বেনেডিক্ট কাম্বারব্যাচ ইউক্রেনীয় শরণার্থীদের আশ্রয়ের আহ্বান জানিয়েছেন। তার স্বদেশি অভিনেতা স্টিফেন গ্রাহাম ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে দেশটির পতাকার রঙের ব্যাজ পরেছেন।
নেটফ্লিক্স প্রযোজিত ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ এবার বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডসের সর্বোচ্চ পুরস্কার জিতেছে। সেরা পরিচালক হয়েছেন নিউজিল্যান্ডের জেন ক্যাম্পিয়ন।
এতে প্রধান চরিত্রে অভিনয় করা ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ অনুষ্ঠানে নীল-হলুদ রঙা ব্যাজ পরে ইউক্রেনের জনগণের প্রতি সমর্থন জানিয়েছেন।
সেরা অভিনেতা শাখার মনোনয়ন তালিকায় বেনেডিক্ট ও গ্রাহাম থাকলেও পুরস্কারটি জিতেছেন উইল স্মিথ। বাফটায় এটাই তার ক্যারিয়ারের প্রথম মনোনয়ন ও বিজয়। ‘কিং রিচার্ড’ ছবিতে টেনিস তারকা ভেনাস ও সেরেনা উইলিয়ামসের বাবার চরিত্রে নৈপুণ্য দেখিয়েছেন ৫৩ বছর বয়সী এই আমেরিকান তারকা।
সেরা অভিনেত্রী শাখায় পুরস্কার জিতেছেন ব্রিটিশ তারকা জোয়ানা স্কানলান। মুক্ত চলচ্চিত্র ‘আফটার লাইফ’-এ মুসলমান ধর্মান্তরিত বিধবা চরিত্রে দারুণ অভিনয়ের স্বীকৃতি পেলেন ৬০ বছর বয়সী এই অভিনেত্রী। গল্পে স্বামীর আকস্মিক মৃত্যুর পর পরিচয় সংকটে পড়েন তিনি।
‘হাউস অব গুচ্চি’ তারকা লেডি গাগা, আমেরিকান ব্যান্ড হাইমের গায়িকা আলানা হাইম (লিকোরিস পিৎজা), কান উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কারজয়ী নরওয়ের রেনাটা রাইন্সভে (দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড) এবং স্বদেশি তারকা এমিলিয়া জোন্সকে (কোডা) হটিয়ে সেরা অভিনেত্রী হয়েছেন জোয়ানা স্কানলান।
‘কোডা’ ছবির সুবাদে সেরা পার্শ্ব অভিনেতা হয়ে ইতিহাস গড়েছেন ট্রয় কটসার। বাফটায় এবারই প্রথম কোনও বধির অভিনেতা পুরস্কার জিতলেন।
সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন আরিয়ানা ডিবোজ। স্টিভেন স্পিলবার্গের পরিচালনায় কালজয়ী মঞ্চনাটকের রিমেক ‘ওয়েস্ট সাইড স্টোরি’তে নৃত্যশিল্পী আনিতা চরিত্রে মনমাতানো অভিনয় করেছেন ৩১ বছর বয়সী এই আমেরিকান তারকা।
ব্রিটিশ অভিনেতা-নির্মাতা স্যার কেনেথ ব্রানার শৈশবের স্মৃতি অবলম্বনে সাদাকালো কমেডি ‘বেলফাস্ট’ অসামান্য ব্রিটিশ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে।
সর্বাধিক পাঁচটি পুরস্কার পেয়েছে ‘ডুন’। তবে সেগুলোর সবই কারিগরি শাখায় (আবহ সংগীত, চিত্রগ্রহণ, শিল্প নির্দেশনা, শব্দ ও স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস)।
আমেরিকান সাহিত্যিক ফ্রাঙ্ক হারবার্টের ‘ডুন’ উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন কানাডার ডেনি ভিলন্যুভ।
জেমস বন্ড সিরিজের ছবি ‘নো টাইম টু ডাই’ সেরা সম্পাদনা পুরস্কার পেয়েছে। এতে অভিনয়ের সুবাদে সেরা রাইজিং স্টার খেতাব পেয়েছেন ব্রিটিশ তারকা লাশানা লিঞ্চ। জাপানের রিয়ুসুকে হামাগুচি পরিচালিত ‘ড্রাইভ মাই কার’ ইংরেজি ব্যতিত অন্য ভাষার ছবি শাখায় সেরা হয়েছে। সেরা অ্যানিমেটেড ছবির স্বীকৃতি পেয়েছে ‘এনকান্টো’। লালগালিচার চাকচিক্য মাড়িয়ে অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী রেবেল উইলসন।
অনুষ্ঠানে স্টিফেন গ্রাহাম বলেন, ‘আমরা এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, তাতে আমি সমর্থন ও সংহতি দেখাতে চেয়েছি। এমন আয়োজনে এটা অত্যাবশ্যক।’
এএম/এসএ/
