আমেরিকান গায়িকা কেলি ক্লার্কসেনের বিচ্ছেদ

২০০২ সালে আমেরিকান আইডলের প্রথম সেশনে জয়লাভের মাধ্যমে নজরে আসেন কেলি ব্রিয়ান ক্লার্কসেন। এরপর ‘আরসিএ’ নামের একটি মার্কিন কম্পানির সঙ্গে রেকর্ড চুক্তি করেন। ধীরে, ধীরে মার্কিন গায়িকা, গীতিকার, অভিনেত্রী, লেখিকা ও টিভি ব্যক্তিত্ব হিসেবে খ্যাতি লাভ করেছেন।
২০১২ সাল থেকে তিনি প্রতিভা অন্বেষণ ম্যানেজার ব্রানডন ব্ল্যাকস্টকের সঙ্গে প্রেম শুরু করেন। ২০১৩ সালের ২০ অক্টোবর তারা বিয়ে করেন। বিয়ের সময় কেলি ক্লার্কসেনের ম্যানেজার ছিলেন তিনি।
তাদের দুটি সন্তান আছে। মেয়ের নাম রিভার রোজ, ২০১৪ সালের জুন মাসে জন্ম নিয়েছে। ছেলেটি হলো রেমিংটন রেমি আলেকজেন্ডার। জন্মেছে বোনের দুই বছর পর, ২০১৬ সালের এপ্রিলে।
বিয়ের সাত বছর পর ২০২০ সালের জুন মাসে ক্লার্কসেন তার স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের আবেদন করে আদালতে মামলা করেন। তাতে উল্লেখ করেছেন, তার সঙ্গে অনেক বেশি অমিল হচ্ছে, শত্রুভাবাপন্ন বলেও জানান।
২০২১ সালের আগষ্ট থেকে নিজেকে ‘একাকী’ ঘোষণা করেন ক্লার্কসেন। ১০ মার্চ, ২০২২ তারিখ, আজ তাদের বিয়ে বিচ্ছেদ নির্ধারিত হয়েছে। প্রতি মাসে আদালতের আদেশে, ক্লাকসেন ব্ল্যাকস্টককে তাদের শিশু সন্তানদের দেখাশোনায় সাহায্য হিসেবে ৪৫ হাজার ৬শ ১ ডলার করে দেবেন। তারা ছেলেমেয়েদের আলাদাভাবে নিজেদের কাছে রাখতে পারবেন।
২০২৪ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত গায়িকা ও টিভি অনুষ্ঠানের উপস্থাপিকা মাকে তাদের সন্তানদের জীবনের নিরাপত্তা হিসেবে এককালীন ১.৩ মিলিয়ন মার্কিন ডলার ওদের জন্য সন্তান সাহায্য তহবিলে প্রদান করতে হবে। এই সময়কাল পর্যন্ত তিনি প্রতি মাসে তার মেয়ে ও ছেলেকে মাসে খরচ হিসেবে ১১ হাজার ৫শ ডলার করে দেবেন।
ক্লার্কসেনের মন্টানার যে বিলাসবহুল বাড়িতে এখন তার আগের স্বামী ভাড়াটিয়া হিসেবে বাস করছেন, সেটি তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এটি বিচ্ছেদের একটি অংশ হিসেবে তিনি ফিরে পেয়েছেন। তাদের কয়েকটি গাড়ি ক্লার্কসেনের কাছেই থাকবে। তিনি তাদের গৃহপালিত পশুগুলোরও অধিকার ফিরে পেয়েছেন। তাদের খামারের সবগুলো গবাদিপশু থাকবে ব্ল্যাকস্টকের কাছে।
ওএস
