`পাপ' করতে যাচ্ছেন ববি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা ববি। এবার তিনি শুরু করছেন পাপ। ববি ভক্তরা এতে কিছুটা বিচলিত হতেই পারেন। তাদের প্রিয় নায়িকা কীভাবে বা কেন পাপ করছেন? তবে ববি ভক্তদের মন খারাপের প্রয়োজন নেই। কারণ ‘পাপ’ হচ্ছে ববি অভিনীত নতুন একটি সিনেমার নাম। যার শুটিং শুরু হচ্ছে বৃহস্পতিবার (১০ মার্চ)।
ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হবে সিনেমাটির। এমনটি নিশ্চিত করেছেন এ সিনেমার নির্মাতা সৈকত নাসির। ‘পাপ’ সিনেমায় ববির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন চিত্রনায়ক রোশান।
এ ছাড়াও অভিনয় করবেন নবাগত চিত্রনায়িকা আরিয়ানা জামান ও জাকিয়াসহ অনেক অভিনয়শিল্পী। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন প্রযোজক আব্দুল আজিজ।
এ সম্পর্কে সৈকত নাসির বলেন, ‘অনেকদিন পর আবারও জাজের প্রযোজনায় সিনেমা করতে যাচ্ছি। আজিজ ভাই চিত্রনাট্য লিখেছেন, এটা আরও আনন্দের। ববি, রোশান অভিনয় করছেন প্রধান দুটি চরিত্রে। সিনেমার গল্পের কৌতুহলটা জমা রেখে দিলাম দর্শকদের জন্য। তবে আমার বিশ্বাস ভালো কিছু হতে যাচ্ছে। তিন মাস আগে এর জন্য চুক্তিবদ্ধ হয়েছি। জাজের সঙ্গে আরও নতুন দুটি সিনেমার জন্য চুক্তি হয়েছে। এ বছরই এর শুটিং শুরু করব। তা ছাড়াও আমার নতুন সিনেমা ‘তালাশ’ কয়েকদিনের মধ্যে মুক্তি ঘোষণা পাবে বলে আশা করছি।’
এএম/এসএন
