লোকাল জুটি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। শাকিব খানের নায়িকা হয়ে অভিষেক হলেও বুবলী নিজস্বতা দিয়ে চলচ্চিত্রে জায়গা পাকাপোক্ত করেছেন। কাজ করছেন একের পর এক সিনেমায়।
এদিকে আদর আজাদ চলচ্চিত্রে নতুন মুখ। বুবলী ও আদর একসঙ্গে প্রথম ‘তালাশ’ সিনেমায় কাজ করেছেন। এটি রয়েছে মুক্তির মিছিলে।
এবার আবারও তারা জুটি বাঁধতে যাচ্ছেন রূপালী পর্দায়। সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’ সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটি বাঁধছেন তারা। এরই মধ্যে দুজনেই সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তারই অংশ হিসেবে ফটোশুটে অংশ নিয়েছিলেন আদর-বুবলী।
টাইগার মিডিয়া প্রযোজিত সিনেমার গল্পে তুলে ধরা হবে একটি মফস্বল এলাকার চিত্র। সেখানকার স্থানীয় মানুষদের সংগ্রাম, জীবন-যাপনসহ তাদের নানা সংস্কৃতির দেখা মিলবে সিনেমায়।
জানা গেছে, চলতি মাসের ৯ মার্চ (বুধবার) থেকেই শুরু হবে সিনেমার শুটিং। চলতি মাসেই শেষ হবে দৃশ্যধারণ। 'লোকাল'-এর চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ।
এএম/টিটি
