সব নারীদের গল্প বলবেন ‘সাবরিনা’

দুজন নারী। দুজনের নামই সাবরিনা। কিন্তু এই দুই সাবরিনা সমাজের সকল নারীর গল্প বলবেন। এমনটি জানালেন পরিচালক আশফাক নিপুণ। কারণ তিনি নির্মাণ করেছেন নতুন একটি ওয়েব সিরিজ, নাম ‘সাবরিনা’।
এতে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং নাজিয়া হক অর্ষাকে দিয়ে সারবিনা’র গল্প বুনেছেন নির্মাতা।
এর আগে আশফাক নিপুণের পরিচালনায় সর্বশেষ ওয়েব সিরিজ ছিল ‘মহানগর’। এটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল হইচই প্লাটফর্মে। এবার একই প্লাটফর্মে আসছে এই নির্মাতার ‘সাবরিনা’।
মঙ্গলবার (৮ মার্চ) বিশ্ব নারী দিবস উপলক্ষে নারীকেন্দ্রিক এই ওয়েব সিরিজটির টিজার ও পোস্টার প্রকাশ করা হয় সংবাদ সম্মেলন করে।
এই সিরিজটির মাধ্যমে নির্মাতা আশফাক নিপুণের পরিচালায় দুই সাবরিনা চরিত্রে অভিনয় করেছে মেহজাবীন চৌধুরী ও নাজিয়া হক অর্ষা। সাংবাদ সম্মেলনে তারা তিনজনই উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন সাবরিনাতে ‘বেবি’ চরিত্রে অভিনয় করা জনপ্রিয় অভিনেত্রী রুনা খান।
ওয়েব সিরিজে কাজ প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘সাবরিনাতে এমন একটি গল্প বলা হয়েছে যা শুধু একজন নারী নয়, বরং আমাদের সমাজের সব নারীর গল্প। আমি দর্শকদের অভিব্যক্তি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আর আমি সব সময় ভালো গল্পে কাজ করতে চাই।’
নাজিয়া হক অর্ষা বলেন, ‘সাবরিনাকে কাজ করা একটি দারুণ অভিজ্ঞতা ছিল। গল্পটি মানবিক আবেগকে নাড়া দেওয়ার মত। অনেক কিছু শেখার ছিল আমার জন্য। এমন একটি গুরুত্বপূর্ণ সিরিজে কাজ করতে পারার সুযোগ করে দেওয়ার জন্য আশফাক নিপুণ এবং হইচইকে ধন্যবাদ। অবশেষে হইচই এ আমার অভিষেক হল। দর্শকদের প্রতিক্রিয়া দেখার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না।’
আয়োজনে জানানো হয়েছে মার্চে সিরিজটি প্রচার করে হবে। আগামী সপ্তাহেই সেই তারিখ জানা যাবে ট্রেইলার প্রকাশের মাধ্যমে।
এতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, হাসান মাসুদ, ইয়াশ রোহান, ডা. এজাজ, ফারুক আহমেদ, মনির খান শিমুল, নাদের চৌধুরী ও সৈয়দ জামান শাওন।
এএম/এমএমএ/
