‘টাইগার থ্রি’তে চমক দেখালেন সালমান-ক্যাটরিনা

সালমান-ক্যাটরিনা অভিনীত নতুন সিনেমা ‘টাইগার থ্রি’। বর্তমানে এ সিনেমা নিয়ে আলোচনা তুঙ্গে। আগের দুটি সিনেমায় সালমান খান দেখিয়েছেন তার অনন্য কারিশমা। তাই নতুন সিক্যুয়েলে ভাইজান আরও বেশি চমক দেখাবেন এমন প্রত্যাশাই ভক্তদের। দর্শকরাও বছর তিনেক ধরে পর্দায় সালমান-ক্যাটরিনা ম্যাজিক দেখার অপেক্ষায় রয়েছেন।
অবশেষে সেই অপেক্ষার পালা শেষ হলো শুক্রবার (৪ মার্চ) সিনেমার টিজার প্রকাশের মাধ্যমে। যেখানে অ্যাকশন দৃশ্যে বিশেষভাবে নজর কাড়লেন ক্যাটরিনা কাইফ। তার সঙ্গে ভাইজান জানালেন মুক্তির দিন। ২০২৩ সালের ২১ এপ্রিল প্রেক্ষাগৃহে আসছে এই সিনেমা।
টিজারে দেখা গেল, ছুরি হাতে অ্যাকশন প্রশিক্ষণ নিচ্ছেন ক্যাটরিনা। পাশেই সালমান মুখ ঢেকে ঘুমাচ্ছেন! এরপরই অভিনেত্রী ভাইজানের উদ্দেশে প্রশ্ন ছুড়লেন , ‘তুমি তৈরি তো?’ সালমানের জবাব, ‘টাইগার সবসময় তৈরি।’
সালমান-ক্যাটের পাশাপাশি এই সিনেমায় অভিনয় করছেন ইমরান হাসমিও।
‘টাইগার’ এর প্রথম কিস্তি ‘এক থা টাইগার’ পরিচালনা করেছেন কবির খান। দ্বিতীয়টা ‘টাইগার জিন্দা হ্যায়’ এর পরিচালক আলি আব্বাস জাফর। আর এবার তৃতীয় ‘টাইগার থ্রি’ পরিচালনা করছেন মণীষ শর্মা।
এএম/এসআইএইচ
