কৃষি অ্যাওয়ার্ডে মঞ্চ মাতালেন তারকারা

কৃষিতে বিশেষ অবদান রাখার জন্য কৃষকদের সম্মাননা জানানোর লক্ষ্যে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড ২০২১’।
জমকালো এ আয়োজনের মাধ্যমে শুক্রবার (৪ মার্চ) এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। মো. মাসুদ মিয়ার প্রযোজনায় অনুষ্ঠানটি দীপ্ত টিভিতে বিকাল ৪টায় সরাসরি সম্প্রচার করা হয়। দিনব্যাপী ছিল কৃষি মেলা।
চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস, মেহজাবিন চৌধুরী, মিম চৌধুরী, নাদিয়া। নৃত্য পরিচালনায় ছিলেন ইভান শাহরিয়ার সোহাগ। এছাড়াও অনুষ্ঠানে গান পরিবেশন করেন ফোক সম্রাজ্ঞী মমতাজ।
১০টি ক্যাটাগরিতে মনোনীত ব্যক্তি/প্রতিষ্ঠান সেরা কৃষি উদ্যোক্তা পুরুষ মো. ঘারুন চৌধুরী, সেরা কৃষি উদ্যোক্তা নারী শাহীদা বেগম, সেরা মাঠ ফসল উৎপাদনকারী কৃষক মো. মনিরুজ্জামান মনির, সেরা গুচ্ছ কৃষি/সমবায় কৃষি বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি আগারগাঁও, সেরা কৃষি উদ্ভাবক নূর মোহাম্মাদ, সেরা ফলবাগানী মো. রফিকুল ইসলাম, সেরা গবাদি পশুর খামারি মো. ইয়াসির আরাফাত রুবেল, সেরা পোল্ট্রি খামারি মো. শাহিনুর রহমান, সেরা সবজিচাষী রাজিয়া সুলতানা, সেরা মৎস্যচাষী ফারহীন রিশতা বিনতে বেনজির।
কৃষকদের সম্মাননা প্রদান করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও মৎস্য, প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং কৃষিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মহা পরিচালকরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, এসিআই এগ্রো বিজনেস ডিভিশন এর প্রেসিডেন্ট ড. ফা. হ. আনসারী, দীপ্ত টিভির পরিচালক ড. পারভীন, দীপ্ত টিভির পরিচালক কাজী জাহিন শাহপার হাসান এবং দীপ্ত টিভির প্রধান র্নিবাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী।
উল্লেখ্য, কৃষকদের সম্মাননা সনদ, ক্রেস্ট, এক লক্ষ টাকা করে সম্মাননা এবং এসিআইয়ের পক্ষ থেকে উপহারও প্রদান করা হয়েছে।
এএম/এমএমএ/
