জুতা হাতে নিয়ে দৌড় দিলেন পরীমনি

পরীমনি অভিনীত নতুন সিনেমা ‘মুখোশ’। শুক্রবার (৪ মার্চ) দেশের ৩৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। এখানে ক্রাইম রিপোর্টারের চরিত্রে অভিনয় করেছেন পরী।
পরিচালক ইফতেখার শুভকে সঙ্গে নিয়ে পরীমনি, রোশানসহ মুখোশ সিনেমার টিম দর্শকদের সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছেন বিভিন্ন সিনেমা হলে। সেই ধারাবাহিকতায় প্রথমে তারা মধুমিতা সিনেমা হলে শুক্রবার হাজির হন। তখন পরীমনি হলের দর্শকের কাছ থেকে জানতে চায় মুখোশ কেমন লাগছে, দর্শক বলে উঠে ‘ভালো লাগছে এই রকম আরও সিনেমা চাই’।
দর্শকের কাছে কৃতজ্ঞতা জানিয়ে এ সময় পরীমনি আরও বলেন, ‘আমাদের ছবিটি আপনার দেখতে এসেছেন, এ জন্য সবার কাছে কৃতজ্ঞ আমরা। এখন সিনেমার মন্দাকাল যাচ্ছে। এভাবে আপনারা বাংলা সিনেমার সঙ্গে থাকলে সিনেমার দুর্দিন কেটে যাবে। সিনেমাটি যদি আপনাদের ভালো লাগে, বের হয়ে বন্ধুবান্ধব পরিবারকে দেখতে বলবেন। আপনারাই ছবির প্রাণ। আপনারা ছাড়া সিনেমা অচল।’
মধুমিতা থেকে বেরিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার শোর ঠিক আগে আগে পুরান ঢাকার চিত্রামহলে যান পরীমনি ও রোশানরা। তাদের দেখতে চিত্রামহলে উপচে পড়ে দর্শক। এমন ভিড় হবে চিত্রামহলে চিন্তা করতে পারে নাই পরিচালকসহ পরীমনি ও রোশান।
চিত্রামহলে ঢুকেই অবাক তারা। একদিকে শো শেষ, অন্যদিকে নতুন শো শুরুর আগমুহূর্ত। দুই শোর দর্শকের সঙ্গে কথা বলে বের হওয়ার চেষ্টা করছিলেন তারা। কিন্তু বের হতে পারছিলেন না। পরে টিমের সবাই মানবপ্রাচীর তৈরি করেন। পায়ের জুতা খুলে হাতে নিয়ে দৌড়ে কোনোমতে গাড়িতে ওঠেন পরীমনি। এরপরও বেশ কিছুক্ষণ পরীমনির গাড়ি ঘিরে রাখনে শত শত দর্শক।
পুরো বিষয়টি নিয়ে পরিচালক ইফতেখার শুভ বলেন, ‘মধুমিতা হলে দর্শকের সঙ্গে ছবিটি নিয়ে কথা বলেছি আমরা। সবাই আমাদের সঙ্গে ছবি তুলেছেন। সেখান থেকে সুন্দরভাবে বের হতে পেরেছি। কিন্তু চিত্রমহলে গিয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। পরী-রোশানকে তো বেরই করতে পারছিলাম না। এমন ভয়াবহ সমস্যার সম্মুখীন হব, আগে বুঝিনি। বেশি ভয় পেয়েছিলাম পরীমনিকে নিয়ে। যাক, শেষ পর্যন্ত হল কর্তৃপক্ষ ও আমাদের স্বেচ্ছাসেবী টিমের সদস্যরা মানবপ্রাচীর তৈরি করে বের হতে পেরেছি আমরা।’
মুখোশ’ সিনেমায় আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, এ্যালিনা শাম্মী, প্রাণ রায় প্রমুখ।
এএম/এমএমএ/
