রাশিয়ার বিশ্বখ্যাত অপেরা শিল্পী ‘আন্না ইউরিভনা নিয়েত্রেভকো’ বাদ
আন্তর্জাতিকভাবেও অত্যন্ত খ্যাতিমান রাশিয়ার অপেরা গায়িকা-শিল্পী ‘আন্না ইউরিভনা নিয়েত্রেভকো’। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়ক অঙ্গরাজ্যের নিউ ইয়র্ক শহরের এবারের সেশনে আর পারফর্ম করতে পারবেন না। এর কারণ, জনসাধারণের সামনে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মেলামেশা না করার প্রস্তাবটি বাতিল করে দিয়েছেন।
তাতে ১৯২০ সাল থেকে শুরু হওয়া অষ্ট্রিয়ার ‘দি সালজবর্গ ফেস্টিভ্যাল’, ১৮৮৩ সালে প্রতিষ্ঠিত এই মেট্রোপলিটন অপেরা কম্পানির লিংকন সেন্টারে ‘দি মেট্রোপলিটন অপেরা’, এখন উৎসবটি পরিচালনা করে অলাভজনক ‘দি মেট্রোপলিটন অপেরা অ্যাসোসিয়েশন’; অষ্ট্রিয়ার ‘দি ভিয়েনা স্টেট অপেরা’ হাউজের ১৮৬৯ সাল থেকে চালু হওয়া উৎসবটি, ব্রিটেনের ‘দি রয়্যাল অপেরা কম্পানি’র ‘দি রয়াল অপেরা হাউজ উৎসব’, ১৯৪৫ সাল থেকে শুরু-এইসব উৎসবগুলোতে পারফর্ম করা শিল্পীটিকে আর দেখতে পারবেন না নিউ ইয়র্কের অপেরাপ্রেমীরা।
রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বহু পুরোনো ও ঘনিষ্ট সম্পর্ক আছে। ফলে ২০১৪ সালে তিনি রুশপন্থীদের নিয়ন্ত্রিত ইউক্রেনের একটি অপেরা হাউজকে বিরাট দান করেছেন। সেই শহরটি রাশিয়াপন্থীরা পরিচালনা করেন। এরপর তিনি তাদের আলাদা পতাকাটি নিয়ে ছবি দিয়েছেন। খবরটি নিউ ইয়র্ক টাইমস তখন প্রদান করেছিল।
এবার রাশিয়ার প্রেসিডেন্টের আলাদা স্বাধীন দেশ ইউক্রেনে হামলা চালানোয় খুব বিপদে পড়েছেন আন্না নিয়েত্রেভকো নামে বিশ্বজুড়ে খ্যাতিমান অপেরা গায়িকা শিল্পী। তাদের সংঘাত তার গায়ে এসে পড়েছে। ফলে এই বছর আন্না ইউরিভনা ঘোষণা করেছিলেন, জার্মানির মিউনিখ শহরের ‘দি ব্রাভারিয়ান স্টেট অপেরা’র সঙ্গে তিনি আর পারফরমেন্স করবেন না এবং তাদের সেখানে সহযোগিতাও করবেন না।
এরপর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ভ্যালেরি জুরগেফের সাবেক স্ত্রী, তিনি তার সবচেয়ে প্রিয় ও বিশ্বজুড়ে পরিচিত করা কনসাট জীবনটি পরিত্যাগ করবেন। কারণ একই, রুশ প্রেসিডেন্টের সঙ্গে তার ঘনিষ্ট যোগাযোগ। এরপর মেট্রোপলিটন অপেরা তাকে বাদ দিয়ে দেবার সিদ্ধান্ত জানালো।
ভ্যালেরি জুরগেফই ‘আন্না ইউরিভনা নিয়েত্রেভকো’কে তৈরি করেছেন ও সামনে নিয়ে এসেছেন। পরে তাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। তিনি একজন বিখ্যাত রাশিয়ান অপেরা কম্পানি পরিচালক। পিয়ানোয় তার হাত পড়েছে বিদ্যালয়ে যাবার আগে। তিনি ইলা মুজিমের ছাত্র। ১৯০৪ সালের ৬ জানুয়ারি জন্ম নেওয়া ও ১৯৯৯ সালের ৬ ডিসেম্বর মারা যাওয়া ইহুদি ইলা আলেকসান্দ্রোভিচ মুজিমকে বিবেচনা করা হয় রাশিয়ার ইতিহাসে তো বটেই, বিশ্ব ইতিহাসেরই অন্যতম সেরা অপেরা পরিচালক-নির্মাতা। তিনি ভ্যালেরি জুরগেফের প্রধান পরিচালনার শিক্ষক ছিলেন।
ভ্যালেরি জুরগেফের সাবেক স্ত্রী আন্না ইউরিনা নিয়েত্রেভকো অত্যন্ত প্রভাবশালী অপেরা গায়িকা ও শিল্পী। ২০০৭ সালে টাইমের সেরা ১শ জনের অন্যতম। ২২টি বিভাগে প্রদান করা জার্মানির বিশ্বের অন্যতম সেরা ‘অ্যাকো ক্লাসিক মিউজিক অ্যাওয়াড’ জয় করেছেন। ২০০৮ সালে হয়েছেন রাশিয়ার ‘দি পিপলস আর্টিস্ট’। ২০১৭ সালে জার্মানির ক্লাসিকাল গায়ক-গায়িকা ও অপেরা শিল্পীদের পুরস্কার ‘কামাজেংঙ্গা’ জয় করেছেন। ১৯৭১ সাল থেকে অষ্ট্রিয়ার যুক্তরাষ্ট্রীয় সরকারের প্রস্তাবে যুক্তপ্রাদেশিক সরকার পুরস্কারটি প্রদান করছে।
রাশিয়ায় অত্যন্ত জনপ্রিয় আন্না ইউরিনা নিয়েত্রেভকো শিশুদের উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত অলাভজনক সরকারী প্রতিষ্ঠানটির সম্মানিত পরিচালক হিসেবে কাজ করেছেন। ২০০৭ সালে তাকে “এসওএস চিলড্রেন’স ভিলেজ”, অষ্ট্রিয়ার শুভেচ্ছা দূত নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে এসওএস শিশু পল্লীর পরিচালকরা তখন তাকে রাশিয়ার তমিলিনোতে এসওএস শিশু পল্লীটির শুভেচ্ছা দূত নিয়োগ করেছেন। আমাদের দেশের ঢাকার শ্যামলীতে এই দাতব্য শিশুপল্লীর বিরাট পল্লী আছে।
মেট্রোপলিটন অপেরার মহাসচিব পিটার গেল্ব বলেছেন, ‘এ একজন মহান শিল্পীকে হারানো। আমাদের ও অপেরার জন্য বিরাট ক্ষতি। মেট্রোপলিটনের ইতিহাসে আন্না সর্বকালের সেরা গায়িকাদের একজন। তবে পুতিনের নিরপরাধ মানুষদের দোষী বানানোর কাজের সঙ্গে থাকায় সামনে এগুনোর আর কোনো পথ ছিল না।’ আন্না ইউরিভনা নিয়েত্রেভকো পাঁচ তারের গায়িকা।
আন্না ইউরিভনা অপেরাটির জাকোমো পুচিনি (জুজেকপে ভেরদি’র পর ইতালির সর্বকালের সেরা ও সবচেয়ে বড় অপেরা প্রবক্তা )’র ‘তুরান্দো’ এই বসন্তে পারফর্ম করার সিডিউল ছিল। তিনি পরের সেশনে ভেরদির ‘দন কার্লো' নামের সুমহান পারফরমেন্সটি করতেন। তাদের দেশ ওই ইতালিতে তিনি সবশের্ষ পারফম করেছেন ২০১৯ সালে।
তার বদলে মেট্রোপলিটনে আসছেন ইউক্রেনের লিউদমিলা মনাসচেসকা। তিনি বয়সে অনেক ছোট আন্নার। কিয়েভে পড়ালেখা করেছেন। ইউক্রেন ন্যাশনাল অপেরাতে তার ১৯৯৬ সালে শুরু। দুবছর পর তিনি প্রধান একক শিল্পী হয়েছেন। রাশিয়ার সেন্ট পিটার্সবাগের মিখাইলভস্কি থিয়েটারেও একই সঙ্গে ভারদির চার তারের আইদা' পরিবেশন করতেন এতকাল। তিনি মেট্রোপলিটনের ‘দন কার্লো’ পরিবেশন করবেন। এই ঘোষণাটিও দিয়ে দিয়েছে অপেরা হাউজটি।
আন্না ইউরিভনা নিয়েত্রেভকো তাদের যুদ্ধের জটিল পরিস্থিতি বলেছেন তবে জনগণের সামনে পুতিনের বিষয়ে কোনো মন্তব্য করেননি।
ওএস।