অনন্ত-বর্ষার আন্তর্জাতিক সিনেমা ‘দিন: দ্য ডে’ আসছে কোরবানি ঈদে

ছবি: ঢাকাপ্রকাশ
দীর্ঘ সাত বছরেরও বেশি সময় পর চিত্রনায়িকা বর্ষাকে নিয়ে আগামী কোরবানী ঈদে সিনেমা হলে ফিরছেন আলোচিত প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল। বিষয়টি ঢাকাপ্রকাশকে নিশ্চিত করেছেন অনন্ত জলিল ও বর্ষা।
সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। অনন্ত জলিল, বর্ষা ছাড়া আরও অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।
সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। নানা সন্ত্রাসগোষ্ঠী দমনে অভিযানে অংশ নেবেন তিনি।
এ সম্পর্কে অনন্ত জলিল বলেন, এবার আর মুক্তি বিলম্বিত হবে না। আগামী কোরবানি ঈদেই মুক্তি দেব। আমার বিশ্বাস আন্তর্জাতিক এই সিমেমা সব ধরনের দর্শকদের ভালো লাগবে।
এর আগে অনন্ত জলিল জানিয়েছিল, ‘দিন: দ্য ডে’ সিনেমাটি পাঁচটি ভাষায় ৮০টি দেশে মুক্তি দেওয়া হবে।
সবশেষ অনন্ত জলিলের ‘মোস্ট ওয়েলকাম ২’ সিনেমা মুক্তি পায় ২০১৪ সালের ২৯ জুলাই।
এএম/আরএ/
