নির্বাচন করবেন নায়ক ড্যানি সিডাক

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি বর্তমানে নেতৃত্ব শূন্য। গত বছরের মার্চ মাস থেকে সমিতির প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নুরুল হক। প্রযোজকদের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন নির্বাচনী তারিখ ঘোষণা করেছে প্রশাসক।
মঙ্গলবার (১ মার্চ) এফডিসিতে প্রযোজকদের সঙ্গে প্রশাসকের এক জরুরি বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ২১ মে এফডিসিতে এ নির্বাচন হবে।
এবার জানা গেলে এ নির্বাচনে প্রার্থী হবেন 'টারজান'খ্যাত চিত্রনায়ক ড্যানি সিডাক৷ তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকাপ্রকাশকে। এ অভিনেতা বলেন, 'ইচ্ছে আছে নির্বাচনের। প্রস্তুতি নিচ্ছি৷'
তবে কোন পদে লড়বেন সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি তিনি।
এ সম্পর্কে তিনি বলেন, 'সময় আসুক, আমিই জানাব কোন পদ নিয়ে মাঠে নামব। আমি একটি সুষ্ঠু নির্বাচন আশা করছি৷ প্রযোজক-পরিবেশক সমিতি হলো সিনেমার অভিভাবকদের সংগঠন। এটি সচল রাখা খুব জরুরি। অতীতে অনেক বাজে লোক সংগঠনটিকে নানা সংকটে ফেলেছে। আমাদের, সিনেমার মানুষকে ভুগিয়েছে৷ আমরা চাইছি সেই কালো মেঘ কেটে যাক।'
তবে আগামী ২১ মের পরিবর্তে নির্বাচন আরও কয়েক মাস পিছিয়ে দেওয়ার পরামর্শ দিলেন ড্যানি সিডাক৷ তার মতে, করোনাকালীন সব স্থবির হয়ে আছে। এসময় অনেক প্রযোজকই নির্বাচনের জন্য প্রস্তুত নন। অনেকে আবার সিনেমার মুক্তি নিয়ে ঝামেলায় আছেন। তাড়াহুড়ো না করে কিছু সময় নিয়ে নির্বাচন করতে পারলে ভালো হতো বলে দাবি করেন ড্যানি সিডাক।
এদিকে গতকালকের বৈঠকে নির্বাচন বোর্ডও গঠন করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ।
এএম/এসএন
