প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচন ২১ মে

চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি দীর্ঘদিন ধরেই নেতৃত্বহীন। নেই কোনো নির্বাচন। কয়েক দফা নির্বাচনের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত নানা সংকটে আর হয়ে উঠেনি। বর্তমানে সমিতি চলছে প্রশাসক নিয়োগের মাধ্যমে।
তবে আনন্দের খবর, আবারও প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বৈঠক থেকে বেরিয়ে জানালেন কয়েকজন প্রযোজক-পরিবেশক।
মঙ্গলবার (১ মার্চ) এফডিসির জহির কালার ল্যাবের ভিআইপি প্রজেকশন হলে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে প্রযোজক নেতা মোহাম্মদ ইকবাল বলেন, 'আমরা প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেছি। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আগামী ২১ মে নির্বাচন। আশা করি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব পাবে আমাদের সমিতি।'
প্রযোজক মোহাম্মদ হোসেন বলেন, ইতিমধ্যেই নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আশা করি এ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি গতিশীল হবে।'
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বানিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব আবুল কালাম আজাদ। নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে থাকবেন বানিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব আশরাফুর রহমান ও বানিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব মো. আমিনুল ইসলাম।
নির্বাচনে আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বানিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ কে এম আলী আহাদ খান। সদস্য হিসেবে রয়েছেন বানিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ মাসুকুর রহমান ও তরফদার সোহেল রহমান উপ সচিব বানিজ্য মন্ত্রণালয়।
সিনেমার এই ক্রান্তিলগ্নে প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচনের বিকল্প নেই বলে দাবি করেন নেতারা।
এএম/এএস
