ট্রলারে পদ্মার বুকে ১ ঘণ্টা, চরবাসীকে ‘রেডিও’ শোনালেন রিয়াজ-মম
খাঁ, খাঁ রোদ। রোদের তাপে যেন গরমও পুড়ে যাচ্ছে। নদীরধারে বালুকনা চিকচিক করছে। এরমধ্যে বিশাল পদ্মা পাড়ি দিতে হবে। অর্থাৎ মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মাপাড় থেকে গঙ্গাধর্দি চরে যাওয়ার প্রস্তুতি চলছে। মাঝারি আকারে এক ট্রলারে অনেক মানুষ। ঘিঞ্জি করে কেউ দাঁড়িয়ে, আবার কেউ বসে আছে।
মেশিনের বিকট শব্দ। কানের কাছে মুখ লাগিয়ে কথা না বললে অপরজন কথা শুনতেই পান না। পাঞ্জাবি-পাজামা পরে চিত্রনায়ক রিয়াজ, রুগ্ন চেহারায় শাড়িতে দেখা মিলল মম’র। ট্রলারে আরও আছেন অভিনেতা নাদের চৌধুরী, প্রাণ রায়, মাইশাসহ শতাধিক মানুষ। কেউ আনন্দ করছে, আবার কেউ কেউ বিশাল পদ্মা পাড়ি দেওয়ার ভয়ে কিছুটা চিন্তিত ও বিষণ্ণ হয়ে আছেন।
১ ঘণ্টা ট্রলারে পদ্মা পাড়ি দিয়ে নায়ক রিয়াজ-মমসহ সবাই ‘রেডিও’ নিয়ে পৌঁছে গেলেন দুর্গম চরে। উদ্দেশ্য একটাই- শুটিং। সিনেমার নাম ‘রেডিও’। এটি পরিচলনা করছেন অনন্য মামুন।
গল্পটা ‘রেডিও’ শোনা, ১৯৭১ সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনাকে কেন্দ্র করে একটি গ্রামের গল্প বলবেন অনন্য মামুন।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে শুটিং স্পটে গিয়ে দেখা গেল, কয়েক জনকে নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন নায়ক রিয়াজ। এ সিনেমায় তিনি অভিনয় করছেন শিক্ষকের ভূমিকায়।
শুটিং বিরতিতে রিয়াজ জানালেন, ‘এ ধরনের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে সিনেমা বানাতে আমাদের অনেক সংকট আছে। সেসব সংকটের মাঝে পরিচালক অনন্য মামুন হেসেখেলে সিনেমাটি নির্মাণ করছেন, সেটা আমার খুব ভালো লাগছে। দারুণ একটি কাজ হচ্ছে।’
এ সিনেমায় রিয়াজের বিপরীতে অভিনয় করছেন জাকিয়া বারী মম। ১৫ বছর আগে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় দেখা গিয়েছিল এ জুটিকে। তবে এ সিনেমায় প্রতিবাদী চরিত্রে কাজ করছে এ জুটি। সঙ্গে থাকবে প্রেম।
চরবাসীর আন্তরিকতায় মুগ্ধ হয়ে রিয়াজ বললেন, ‘শুটের মাঝে আমার মায়ের বয়সী একজন হুট করে এসে আমার গালে হাত বুলিয়ে আদর করে দোয়া করলেন। চরে এমন বয়সী একজনের আমার প্রতি এ ভালোবাসা মুগ্ধ করেছে। যদিও উনার আদরের জন্য আমাকে নতুন করে আবার মেকআপ নিতে হয়েছে। তারপর এ আনন্দের কথা বলে বোঝাতে পারব না।’
তরঙ্গ প্রোডাকশনের ব্যানারে এ সিনেমায় নাদের চৌধুরী, প্রাণ রায়, মাইশাসহ আরও অনেক নতুন মুখ অভিনয় করছেন।
‘রেডিও’ সিনেমার প্রিমিয়ার হচ্ছে আগামী ৭ মার্চ। মুক্তির তারিখ এখনো চূড়ান্ত নয়।
এএম/এসএন