‘ভয়ঙ্কর’ বলে ইউক্রেনকে সাহায্যের ডাক দিলেন প্রিয়াংকা চোপড়া

মুম্বাই : ভারতের হিন্দি সিনেমার সুপারস্টার অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া জোনস গতকাল শুক্রবার প্রতিবেশী দেশ ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলাকে ভয়ঙ্কর বলে জানিয়ে বলেছেন, ‘কীভাবে পরিস্থিতি সর্বনাশের দিকে চলে গেল সেটি বোঝা কঠিন। সময়ের আগেই রাশিয়ান বাহিনীগুলো বৃহস্পতিবার ইউক্রেনে হামলা শুরু করেছে।’
তাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আন্তজাতিক নিন্দা ও পরিস্থিতিগুলো থেকে নিজেকে একপাশে সরিয়ে নিয়ে গিয়ে আক্রমণের নির্দেশ দিয়েছেন। অন্যান্য দেশগুলো তাকে তখন এই বলেও সতর্ক করে দিয়েছিল, যেকোনো ধরণের হস্তক্ষেপ তারা কোনোদিনও দেখেননি এমন পরিস্থিতিগুলোর দিকে নিয়ে যাবে। তবে সেটি ঘটার পর এই বিষয়ে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনিসেফের শুভেচ্ছা দূত প্রিয়াংকা চোপড়া তার মন্তব্যগুলো ইন্সট্রাগ্রামে পোস্ট করেছেন ও দেশটির পরিস্থিতি নিয়ে একটি খবরের অংশবিশেষ যুক্ত করেছেন।
তিনি সেখানে লিখেছেন, ‘যে পরিস্থিতিগুলো ইউক্রেনে ঘটানো হচ্ছে, সেগুলো ভয়ঙ্কর। নিরপরাধ মানুষ তাদের জীবনযাপনের অনেক দূরে চলে গিয়ে বেঁচে আছেন কোনোমতে, তাদের প্রিয়জনের জীবন বিপন্ন। তখন আসন্ন বিপদের অনিশ্চয়তা তৈরি করছে তাদের মধ্যে বিমানাক্রমণ।’
৩৯ বছরের ভারতের এই অভিনেত্রী এই সময় তার জীবনবৃত্তান্তের অংশে ইউক্রেনের শিশুদের সাহায্য করতে ইউনিসেফের সাহায্য লিংকটি যুক্ত করে দিয়েছেন। তিনি আরো লিখেছেন, ‘কীভাবে এমনটি আধুনিক বিশ্বে ঘটলো বোঝা কঠিন। তবে এই ঘটনাগুলো সারাবিশ্বে প্রতিধ্বনিত হবে। যুদ্ধ এলাকাতে নিরপরাধ মানুষরা বাস করছেন। তারা আপনার আমার মতোই।’
তারপর ইউনিসেফের বিষয়ে লিখেছেন, ‘আমার জীবনবৃত্তান্তে কীভাবে ইউক্রেনের মানুষদের সাহায্য করতে হবে তার আরো বিস্তারিত লিংক আছে।’
প্রিয়াংকা ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ওনির, রাহুল দোহলাকিয়া, অভিনেত্রী তিলোত্তমা সোমের পর সাম্প্রতিক তারকা হিসেবে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে ইউক্রেনের প্রতি সংহতি জানিয়েছেন। সাধারণ মানুষকে নিরাপত্তা দেবার সংকল্পে অভিযানটি শুরু করার দাবী করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ওএস।
