কোনালের পুরস্কার পাওয়া নিয়ে আবারও প্রতিবাদ করলেন প্রযোজক ইকবাল
ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান অভিনীত ‘বীর’ সিনেমাটি মুক্তি পায় ২০২০ সালে। গুণী পরিচালক কাজী হায়াতের পরিচালনায় এই সিনেমায় ‘ভালোবাসার মানুষ তুমি’ শিরোনামে গানে কণ্ঠ দিয়ে সেরা গায়িকা হিসেবে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন কোনাল। তার নাম তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে দেখা গেছে। এরপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। বেশ কিছু গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এ গানের জন্য কোনাল পুরস্কার পাওয়ায় তুমুল সমালোচনা সৃষ্টি হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে, একটি পুরনো জনপ্রিয় গানের লাইন অনুমতি ছাড়াই ‘তুমি আমার জীবন আমি তোমার জীবন’ ব্রিজলাইন হিসেবে ব্যবহার করা হয়েছে এ গানে। যা কপিরাইট আইনের লঙ্ঘন।
এদিকে এই গানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে কপিরাইট আইনকেও খাটো করা হয়েছে। সেইসঙ্গে অন্যের গান অনুমতি ছাড়া ব্যবহারেও উৎসাহিত করা হয়েছে।
এই সমালোচনা ও বিতর্কে বিব্রত সিনেমাটির প্রযোজক মোহাম্মদ ইকবাল তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি)। সেই ভিডিওতে ইকবাল বলেন, ‘এই গানের কথা নকল, সুরও নকল। গানটির মিউজিক করেছি ইন্ডিয়া থেকে। তাহলে নকল এই গানে কোনাল কীভাবে পুরস্কার পায়? আমার সেন্সে মনে হয় এই গানে কোনাল কখনই পুরস্কার পায় না । কারণ আমি অন্যায়কে কখনও সাপোর্ট করি না। কথা নকল, সুর নকল কোনো গান কখনও পুরস্কার পায় না। মৌলিক গান নতুন গান পুরস্কার পেতে পারে। আমারও একটা প্রশ্ন জাগে-রুনা লায়লা ম্যাডাম যখন গানটি ১৯৮৮ সালে গেয়েছেন তখন কি উনি এই গানটির জন্য পুরস্কার পেয়েছিল? আমার জানা মতে উনি পুরস্কার পাননি। আর যদি উনি পুরস্কারটা পেয়েও থাকেন তাহলে এক গানে কি দুইবার পুরস্কার দেওয়া হবে? তবে আমি জেনেছি ১৯৮৮ সালে রুনা লায়লা পুরস্কার পাই নাই। তাহলে কি কোনাল রুনা লায়লার চেয়েও বড় শিল্পী? প্রশ্ন আপনাদের কাছে।’
এরপর কোনালের পুরস্কার পাওয়া নিয়ে গণমাধ্যমকে ইকবাল আবারও বলেন, ‘আমি কোনো ইতিহাসের স্বাক্ষী হতে চাই না। কারণ অন্য গানের দুইটা লাইন নিয়ে আমার ছবির গানটিতে ব্যবহার করেছি। এই গান কোনোভাবেই কোনো রকমের পুরস্কার পেতে পারে না। এটা শুধু আমি না, আমি এফডিসির আমার সব সিনিয়রদের সঙ্গে আলাপ করেছি ,তারা বলেছে ইকবাল তুমি যে কাজটি করেছো তা খুব ভালো করেছো। কোনো নকল গান, গানের কথা নকল, নকল সুরের গান কখনও কোনোভাবেই পুরস্কার পেতে পারে না।’
এই গানের কতোটা নকল এই প্রশ্নের জবাবে ইকবাল আরোও বলেন, ‘এই গানের যে দুইটা লাইন শিল্পী গেয়েছে ওই দুইটা লাইনই পুরোটা অন্য ছবির গান। এর মানে এই না যে এই গানে জাতীয় পুরস্কার দেওয়া হবে। কারণ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এর আগে এমন কোনো রেকর্ড নাই কোনো নকল গান বা নকল ছবিতে পুরস্কার পেয়েছে। তাহলে বীরের গানে কেন পুরস্কার পাবে? এটা অন্যায়। আমি এই অন্যায়কে সাপোর্ট করি না। জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে বিতর্ক হওয়াটাই একটা লজ্জাজনক ব্যাপার। এর জুরিবোর্ড কেন এমন করল। উনারা কি বুঝে না এই গান বহু আগে রুনা লায়লা ম্যাডাম, এন্ড্রু কিশোর দা গেয়েছেন। তাহলে এই গান পুরস্কার কীভাবে পেল। তাই উনারা যাচাই-বাছাই করে দেখুক। আমি সত্য নাকি মিথ্যা বলেছি। কেউ যদি উল্টাপাল্টা করে পুরস্কার নেয় তবে অবশ্যই এ পুরস্কার বাতিল করে একেবারে ফ্রেশ গানে পুরস্কার দেওয়া উচিত।’
‘অবুঝ হৃদয়’ সিনেমার ‘তুমি আমার জীবন আমি তোমার জীবন’ গানের ব্রিজলাইনটুকু নিয়ে ‘বীর’ সিনেমার জন্য নতুন করে গানটি তৈরি করা হয়েছে। গানটি লিখেছেন কবির বকুল। ভারতের সংগীত পরিচালক আকাশ সেনের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দেন ইমরান ও কোনাল।
সিনেমা মুক্তির পরই এই গান নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। এবার এ গানের জন্যই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় কোনালকে নিয়ে চলছে বিতর্ক। শিল্পী এ বিষয়ে এখনো কোথাও কোনো মন্তব্য করেননি।
তথ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে গানটির নাম ‘ভালোবাসার মানুষ তুমি’ লেখা হয়েছে। তবে শাকিব খানের এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে গানটি ‘তুমি আমার জীবন’ নামেই প্রকাশ হয়েছে।
উল্লেখ্য, ‘অবুঝ হৃদয়’ সিনেমায় আহম্মেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুরে ‘তুমি আমার জীবন’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন রুনা লায়লা ও এন্ড্রু কিশোর।
এএম/এসআইএইচ