ফেসবুকে আবারও ‘মৃত’ জায়েদ খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে আলোচনা সমালোচনার শেষ নেই। সাধারণ সম্পাদকের পদ নিয়ে চলছে লড়াই। ভোট শেষে এ লড়াই গড়িয়েছে আদালত পর্যন্ত।
এদিকে সোমবার (২১ ফেব্রুয়ারি) জায়েদ খানের অফিশিয়াল ফেসবুক আইডিতে আবারও তাকে রিমেম্বারিং দেখাচ্ছে। সাধারণত কেউ মারা গেলে ফেসবুক কর্তৃপক্ষ তার অ্যাকাউন্টটি রিমেম্বারিং করে দেয়। কিন্তু জায়েদ খানের ক্ষেত্রে বিষয়টি ঘটেছে উল্টো। বেঁচে থাকতেই এ নায়ককে ‘মৃত’ বলছে ফেসবুক! এর আগে ১০ ফেব্রুয়ারি আরও একবার জায়েদ খানকে মৃত বলেছিল ফেসবুক।
ফেসবুক কর্তৃপক্ষ জায়েদ খানের প্রোফাইলে লিখেছে, ‘আমরা আশা করি যারা জায়েদ খানকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন।’
ধারণা করা হচ্ছে, কেউ জায়েদ খানের আইডি হ্যাক করে এমন কান্ড ঘটাতে পারেন।
তবে এই বিষয়ে জানতে জায়েদ খানের মুঠোফোনে যোগাযোগ করা হলে কোনো সাড়া মেলেনি।
গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিকী নির্বাচন। এবারে মিশা-জায়েদ প্যানেলের বিপক্ষে লড়াই করে কাঞ্চন-নিপুণ প্যানেল। সেখান থেকে সভাপতি নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন। ভোটের ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়েদ জয়ী হলেও তার বিরুদ্ধে নির্বাচন বিধি না মানার অভিযোগ আনেন নিপুণ। সেই অভিযোগ আমলে নিয়ে আপিল বোর্ডের রায়ে নিপুণকে জয়ী ঘোষণা করা হয়।
সেই রায় অবৈধ দাবি করে উচ্চ আদালতের দ্বারস্থ হন জায়েদ। সেখান থেকে শিল্পী সমিতির আপিল বোর্ডের রায় স্থগিতের আদেশ আসে এবং জায়েদ তার পদে বহাল থাকেন। তবে নিপুণ এ নিয়ে চেম্বার জজ আদালতে আপিল করলে বুধবার (৯ ফেব্রুয়ারি) সেই স্থগিতাদেশ স্থগিত করে দুজনের পদই স্থগিত করা হয়।
পরবর্তীতে ১৫ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে হাইকোর্টকে বিষয়টি নিষ্পত্তি করার জন্য নির্দেশ দেন সুপ্রীম কোর্টের চেম্বার জজ আদালত। আগামী ২২ ফেব্রুয়ারি হাইকোর্টে বিষ্পত্তি তারিখ রয়েছে।
এএম/এএস
