মৌমিতার যখন একুশ

মৌমিতা বড়ূয়া। বর্তমান সময়ে সঙ্গীতাঙ্গনে পরিচিত এক নাম। নতুন নতুন গানের মাধ্যমে এগিয়ে যাচ্ছে সফলতার পথে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে মৌমিতা বড়ূয়া নিয়ে এলেন নতুন গান। গানটির শিরোনাম ‘আমি একুশ’।
ভাষা সৈনিক ও শহিদদের স্মরণে ২০ ফেব্রুয়ারি ৯০ মিনিটস ফিল্ম নামের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ করেছেন এই গায়িকা।
এস আনিস আহমেদ বাচ্চুর কথায় গানটির সুর করেছেন রিটন কুমার ধর। মিউজিক করেছেন জিএম জন।
গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি ভিডিওতে মডেল হয়েছেন মৌমিতা নিজেই। ভিডিও নির্মাণ করেছেন জে ডি রায় বর্মণ।
এ সম্পর্কে মৌমিতা বড়ূয়া বলেন, “ভাষা দিসব শহিদদের স্মরণে গান গাইতে পেরে বেশি ভালো লাগছে। ‘আমি একুশ’ আমার নিজের করা সবচেয়ে প্রিয় একটি গান। গানটির কথা সুর দারুণ। ভিডিওটি বেশ পরিচ্ছন্ন হয়েছে। গানটি প্রকাশিত হওয়ার পর থেকেই সবার কাছে বেশ ভালো সাড়া পাচ্ছি। দর্শক-শ্রোতাদের এই ভালোবাসা আমার প্রতি অব্যহত থাকলে আমার গানের জীবন আরও সার্থক হবে।”
এএম/এসএ/
