শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ | ২৯ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

অস্কারে যেতে চাইলে লাগবে করোনার টিকা সনদ

আগামী ২৭ মার্চ ডলবি থিয়েটারে ৯৪তম অ্যাকাডেমি পুরস্কার (অস্কার) অনুষ্ঠিত হবে। সম্প্রতি অস্কারের চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়েছে। তবে এবারের অস্কার অনুষ্ঠানে আমন্ত্রিতদেরও দেখাতে হবে করোনার টিকা সনদ। তবে মনোনয়ন পাওয়া তারকা এবং উপস্হাপকদের টিকা সনদ দেখাতে হবে না। তাদের জন্য করোনার পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।

এরইমধ্যে নানা চমক দিয়ে ঘোষণা করা হয়েছে এবারের আসরের চূড়ান্ত মনোনয়ন তালিকা। সেই সঙ্গে আবারও উপস্হাপক ফেরার ঘোষণাও দিয়েছে অস্কার কতৃ‌র্পক্ষ। এবারের আসরে প্রথমবারের মতো তিন নারীকে উপস্হাপনার চেয়ারে দেখা যাবে। তাদের মধ্যে দুই জন কৃষ্ণাঙ্গ ও একজন শ্বেতাঙ্গ। তারা হলেন–আমেরিকান অভিনেত্রী রেজিনা হল, অ্যামি শুমার ও ওয়ান্ডা সাইকস। এবার তারকাদের পাশাপাশি থাকছেন আমন্ত্রিত অতিথিও।

জানা গেছে, অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের করোনা টিকা সনদের সঙ্গে দুটি করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে। মনোনীত তারকা এবং আমন্ত্রিত অতিথিদের মাস্ক পরতে হবে না। তবে তাদের স্বাভাবিকের চেয়ে বেশি দূরত্বে বসতে হবে। ডলবি থিয়েটারের মোট আসন ৩,৩১৭টি থাকলে ২,৫০০ জনকে আমন্ত্রণ জানানো হবে। তবে যারা অনুষ্ঠানটি পরিচালনা বা কাজের জন্য পাশাপাশি বসবেন তাদের মাস্ক পরতে হতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য, সুরক্ষাবিধি মেনে অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান করার সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজন করার জন্য লস অ্যাঞ্জেলেসের সরকারি কর্মকর্তা ও করোনা বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে আয়োজক কমিটি।

এসএ/

Header Ad
Header Ad

৬০তম জন্মদিনে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন আমির খান

আমির খান ও গৌরি স্প্র্যাট। ছবি: সংগৃহীত

৬০তম জন্মদিনে সবার সামনে নিজের নতুন প্রেমিকা গৌরি স্প্র্যাটকে পরিচয় করিয়ে দিলেন বলিউড সুপারস্টার আমির খান। যা ছিল একটি বড় চমক। শুক্রবার (১৪ মার্চ) সকালে, আমির তার প্রেমিকা গৌরিকে সবাইকে পরিচয় করিয়ে দিয়ে, তার সম্পর্কের কথা খুলে বলেন।

বিশেষ এই দিনে আমির খান তার ভক্তদের জন্য একটি নতুন সূচনা প্রকাশ করেন, যেখানে তিনি জানান, ১৮ মাস ধরে গৌরির সঙ্গে তার সম্পর্ক চলছে এবং তারা একে অপরের প্রতি একেবারে আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ।

আমির বলেন, "আমরা ২৫ বছর ধরে একে অপরকে জানি। তবে গত ১৮ মাস ধরে আমরা একসঙ্গে আছি। এখন আমরা জীবনসঙ্গী এবং আমাদের সম্পর্ক অনেক গভীর।" এমনকি, আমির তার সন্তানের খুশি হওয়ার কথাও উল্লেখ করেন, “আমি জানি না, ৬০ বছর বয়সে বিয়ে করা আমার জন্য শোভা দেয় কি না, তবে আমি ভাগ্যবান যে, আমার সন্তানেরা এতে খুব খুশি।”

এদিন রাতের অন্ধকারে, আমির খানের মুম্বাইয়ের বাড়িতে শাহরুখ খান এবং সালমান খান গৌরির সঙ্গে প্রথম পরিচিত হন। ১২ মার্চ, এই দুই সুপারস্টার তার বাড়িতে আসেন, এবং গৌরির সঙ্গে সাক্ষাৎ করেন। আমির জানান, ব্যস্ত সময়সূচির মাঝেও শাহরুখ এবং সালমান খান তার সঙ্গে সময় কাটানোর জন্য তার বাড়িতে এসেছিলেন।

আমির খান ও গৌরি স্প্র্যাট। ছবি: সংগৃহীত

গৌরি স্প্র্যাটের সঙ্গে আমির খানের সম্পর্কের শুরু হয় আমিরের প্রোডাকশন হাউজে কাজ করার মাধ্যমে। গৌরি তার অফিসে কাজ করতেন, এবং প্রথমদিকে আমির নিজেই তাকে দেখেছিলেন এবং তাকে ভালোবাসা অনুভব করতে শুরু করেন। আমির প্রায়ই গৌরির সঙ্গে কাজের কথা বলতে তার প্রোডাকশন অফিসে বসে থাকতেন এবং কখনো কখনো গান গেয়ে তাকে শোনাতেন। তবে এটি শুধুই কাজের সম্পর্ক ছিল না, একসময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

আমির খান এর আগে দুটি বিয়ে করেছেন। প্রথমে চলচ্চিত্র প্রযোজক রীনা দত্তকে বিয়ে করেন। তাদের সংসারে দুটি সন্তান, জুনাইদ ও ইরা রয়েছে। তবে ২০০২ সালে তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর ২০০৫ সালে আমির কিরণ রাওকে বিয়ে করেন এবং তাদের সংসারে আজাদ নামে একটি সন্তান রয়েছে। কিন্তু ২০২1 সালে তাদের সম্পর্কও বিচ্ছেদ ঘটে। এরপর তিনি গৌরির সঙ্গে তার নতুন জীবন শুরু করেন।

তবে আমির তার প্রাক্তন স্ত্রীদের সঙ্গে এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এবং তাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন।

আজ ৬০ বছর বয়সে এসে, আমির খান তার জীবনসঙ্গী হিসেবে গৌরিকে বেছে নিয়েছেন এবং তাদের সম্পর্ক এখন অনেক গভীর হয়েছে। তিনি তার ভক্তদের জানালেন, জীবনের এই পর্যায়ে এসে তিনি অনেক পরিণত এবং শান্ত। তার পরিবার, বিশেষত তার সন্তানেরা এই নতুন সম্পর্ক নিয়ে খুশি।

Header Ad
Header Ad

গুরুত্বপূর্ণ সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে জাতিসংঘ সহায়তার হাত বাড়াবে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার (১৪ মার্চ) তিনি এক এক্স পোস্টে এ মন্তব্য করেন।

গুতেরেস তার পোস্টে বলেন, "আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে তাদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানাই। বাংলাদেশে সাম্প্রতিক সংস্কার ও রূপান্তরের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে, জাতিসংঘ সর্বদা আপনাদের পাশে থাকবে এবং একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আপনাদের সঙ্গে কাজ করবে।"

এর আগে, গুতেরেস প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন। বৈঠক শেষে তারা একসঙ্গে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। সেখানে, জাতিসংঘ মহাসচিব নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন।

পরিদর্শন শেষে, তারা উখিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন। কক্সবাজারে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানাবেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক ই আজম। এছাড়া, গুতেরেস রোহিঙ্গা লার্নিং সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র এবং পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্রও পরিদর্শন করবেন।

ইফতার শেষে, গুতেরেস ও ড. ইউনূস সন্ধ্যায় ঢাকায় ফিরে আসবেন। সফরের দ্বিতীয় দিন সকালে জাতিসংঘ মহাসচিব পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন।

Header Ad
Header Ad

আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইটে ভয়াবহ আগুন, ডানা দিয়ে নামলেন যাত্রীরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইনসের একটি বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় বিমানে ১৭৮ জন আরোহী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন, সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় ডেনভার বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭-৮০০ মডেল বিমান আগুনের শিকার হয়। ফ্লাইটটি কলোরাডো স্প্রিংস থেকে ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল, তবে আগুনের কারণে বিমানটি ডেনভারের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।

অগ্নিকাণ্ডের পর বিমানের আরোহীরা আতঙ্কিত হয়ে বিমানের ডানায় উঠে আসেন, যার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, যাত্রীরা বিমানের ডানায় জোর করে নেমে আসছেন এবং এ সময় বিমান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

বিমান সংস্থার এক মুখপাত্র জানান, বিমানের ১৭২ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য নিরাপদে বিমান থেকে নেমে টার্মিনালে চলে যান। উদ্ধার তৎপরতা চলাকালীন বিমান সংস্থার ক্রু, ডিইএন টিম এবং জরুরি কর্মীরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে, যার ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

তবে, অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত নয়, যদিও বিমানটি অবতরণের পর ইঞ্জিন সংক্রান্ত সমস্যা দেখা দেওয়ার খবর পাওয়া গেছে। এদিকে, ১২ জন যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তাদের আহত হওয়ার পরিমাণ সামান্য বলে জানানো হয়েছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, নিরাপদে বিমানটি ডেনভারের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে এবং আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

৬০তম জন্মদিনে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন আমির খান
গুরুত্বপূর্ণ সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস
আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইটে ভয়াবহ আগুন, ডানা দিয়ে নামলেন যাত্রীরা
চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তে ৯ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ
প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ
৩ ম্যাচ পর মাঠে ফিরেই মেসির দুর্দান্ত গোল, কোয়ার্টারে ইন্টার মিয়ামি (ভিডিও)
মাগুরার সেই শিশুর মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না: তারেক রহমান
ইসলামী শাসনে চলবে সিরিয়া, অস্থায়ী সংবিধানে সই করলেন প্রেসিডেন্ট
বিরামপুরে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা অনুষ্ঠিত
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, আজ পাওয়া যাচ্ছে ২৪ মার্চের টিকিট
ড. ইউনূস ও গুতেরেসের কক্সবাজার সফর আজ, ইফতার করবেন লাখো রোহিঙ্গার সঙ্গে
ঢাকা বশ্বিবিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আরেফিন সিদ্দিক মারা গেছেন
আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না : খালেদ মাহমুদ সুজন
উপদেষ্টা মাহফুজ শাহরিয়ার কবিরদের ভাষাতেই কথা বলেছেন : জামায়াত
নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা
শিশু আছিয়ার দাফন সম্পন্ন, অভিযুক্তের বাড়িতে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসছেন ড. ইউনূস
‘২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে’
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি শোভনের বাবা গ্রেপ্তার
শুক্রবার থেকে বন্ধ হচ্ছে দেশের সব পর্ন ওয়েবসাইট