মামুনুর রশীদের অস্ত্রোপচার ব্যাংককে

কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদের সফল অস্ত্রোপচার হয়েছে থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে। ১১ ফেব্রুয়ারি গুরুতর পেট ব্যথা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন তিনি। ১৪ ফেব্রুয়ারি প্রখ্যাত লিভার সার্জন ডা. সমসিতের অধীনে সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) মামুনুর রশীদের সঙ্গে হাসপাতালে অবস্থান করা ছেলে পল্লব এবং ভাই ডা. কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, কোনো ধরনের জটিলতা ছাড়াই সফলভাবে তার লিভারে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি এখন পরিপূর্ণ সুস্থতার পথে। আগামী ২/৩ দিনের মধ্যেই তিনি হাসপাতাল ত্যাগ করবেন।
এদিকে থাইল্যান্ডে বাংলদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল হাই তাকে দেখতে হাসপাতালে যান। এ সময় ব্যাংকক হাসপাতালে কর্মরত ডা. শক্তি রঞ্জন পালও সেখানে উপস্থিত ছিলেন।
নাট্যজন মামুনুর রশীদ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের মঞ্চ আন্দোলনের পথিকৃৎ। তিনি টেলিভিশনের জন্য অসংখ্য নাটক লিখেছেন এবং অভিনয় করেছেন। নাট্যকলায় বিশেষ অবদানের জন্য ২০১২ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।
এএম/আরএ/
