গানের পেছনে আমার শ্রম, প্রচেষ্টা আজ পূর্ণতা পেল: কনা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ সালের জন্য নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এ তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য মন্ত্রণালয়।
এই বছর বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন মোট ৩১ জন। তার মধ্যে ''বিশ্বসুন্দরী'' সিনেমা দিয়ে সেরা গায়িকা ক্যাটাগরিতে যৌথভাবে পুরস্কার পেয়েছেন জনপ্রিয় গায়িকা কনা।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় কনা বলেন, পুরস্কার প্রাপ্তি সবাইকেই আনন্দ দেয়। নতুন ও ভালো কাজের অনুপ্রেরণা যোগায়। আর সেটি যদি হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তখন মনে হয় আমি হয়তো সারাজীবন এই আরাধ্য বস্তুটির পেছনেই ছুঁটেছিলাম। মনে হচ্ছে গানের পেছনে আমার সকল শ্রম আর প্রচেষ্টা আজ পূর্ণতা পেল।'
তিনি আরো বলেন, 'সর্বপ্রথমে পরম করুণাময়ের প্রতি শুকরিয়া জানাই। তারপরে কৃতজ্ঞতা আমার বাবা-মায়ের প্রতি। আমার বাবা আজ পৃথিবীর সবচেয়ে সুখী বাবা। ধন্যবাদ জানাই বিশ্বসুন্দরী সিনেমার প্রযোজক,পরিচালকসহ সকল কলাকুশলীদের। গানটির গীতিকার কবির বকুল ও সংগীত পরিচালক ইমরানকে শুভেচ্ছা একই গানের জন্য যথাক্রমে শ্রেষ্ঠ গীতিকার ও শ্রেষ্ঠ সুরকারের পুরস্কার প্রাপ্তিতে। অন্যান্য সকল ক্যাটাগরীতে পুরস্কারপ্রাপ্তদের জন্যও থাকল শুভেচ্ছা।
পরিশেষে যাদের কারণে আমি আজকের কনা, সেই প্রিয় দর্শক-শ্রোতাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।'
এএম/এসআইএইচ