মুক্তিযুদ্ধে শরণার্থীদের সাহায্যে চাঁদা তুলেছিলেন সন্ধ্যা
কিংবদন্তি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার অবদান ভুলবার নয়। জীবন বাঁচাতে ভারতে যাওয়া লাখ, লাখ বাঙালি শরণার্থীদের সাহায্যে করতে চাঁদা তুলেছিলেন তিনি।
সন্ধ্যা মুখোপাধ্যায় বাংলাদেশের বিখ্যাত সঙ্গীত পরিচালক সমর দাশকে স্বাধীনতা সংগ্রামের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠা করতে সাহায্য করেছেন। এই রেডিও সম্প্রচার কেন্দ্রটি বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিগুলোর জন্য তারা গড়ে তুলেছিলেন।
কাজের গান ও অন্যান্য কার্যক্রম বাদেও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বার্তাগুলো বেতারের মাধ্যমে সাধারণ এবং সব মানুষের কাছে পৌঁছে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কেবল তাই নয়, সন্ধ্যা মুখোপাখ্যায় পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম বাংলাতে সব হারিয়ে জীবন বাঁচাতে যাওয়া লাখ, লাখ বাঙালি শরণার্থীদের সাহায্যের জন্য চাঁদা তোলার ক্ষেত্রেও অন্য ভারতীয় বাঙালি শিল্পীদের সঙ্গে যোগদান করেছিলেন। চাঁদা তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বাংলাদেশ গঠনের পর একটি উৎসবে গান করতে আসা প্রথম বিদেশি শিল্পীদের একজন ছিলেন বাংলাদেশের অসাধারণ বন্ধু সন্ধ্যা মুখোপাধ্যায়। ১৯৭১ সালে ঢাকার পল্টন ময়দানে ভাষা দিবসে তার পারফরমেন্স ছিল অনন্য। একুশের সেই স্মরণানুষ্ঠান এখনো স্মৃতিময়।
আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) কিংবদন্তি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় সন্ধ্যার দিকে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
আরএ/