গোপন ছবি ফাঁস করে দেওয়ার ভয়ে রাতে ঘুমাতে পারছেন না অভিনেত্রী

ছবিঃ সংগৃহীত
ইরানি অভিনেত্রী এলনাজ নরৌজি সাইবার জালিয়াতির কবলে পড়েছেন। ব্যক্তিগত ছবি ফাঁস করে দেওয়া হবে সামাজিক মাধ্যমে, অভিনেত্রীকে এমনই হুমকি দিয়েছেন এক ব্যক্তি। সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এলনাজ। অভিনেত্রীর অভিযোগ থেকে জানা গেছে, এলনাজের ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে তাকে ব্যবহার করার ফন্দি করেছিলেন সেই ব্যক্তি। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন অভিনেত্রী।
টাইমস অব ইন্ডিয়াকে এলনাজ নরৌজি বলেন, “গত ১৮ জানুয়ারি অপরিচিত একজনের একটা ই-মেইল পাই। সাধারণত সব ই-মেইলে খুলি না। কিন্তু এই ই-মেইলে আমার পাসওয়ার্ড লেখা ছিল, যা দেখে এটি ওপেন করি।
পরের ঘটনা বর্ণনা করে এলনাজ বলেন, “ই-মেইলে বার্তাসহ আমি আমার ব্যক্তিগত একটি ছবি পাই। তাতে লেখা- ‘আমার কাছে আপনার ছবি আছে। অনলাইনে এগুলো ছড়িয়ে পড়ুক, এটা যদি না চান তবে যতটা দ্রুত সম্ভব উত্তর দিন। আর যদি জবাব না দেন, পরবর্তী ই-মেইলে আপনার ছড়িয়ে পড়া ছবির লিংক যুক্ত থাকবে।
এ ঘটনায় বেশ ভয়ে রয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, “এই ঘটনার পর থেকে আমার নিজের সামাজিক মাধ্যম ব্যবহার করতেও ভয় হচ্ছে। রাতে ঘুমানোর সময়ও চিন্তা হচ্ছে। মনোবিদের সাহায্য নিতে হয়েছে আমাকে। মনে হচ্ছে, সব সময় আমার উপর নজর রাখা হচ্ছে। প্রতিটা মুহূর্ত আতঙ্কে কাটাচ্ছি।”
এলনাজ নরৌজি ইরানের তেহরানে জন্মগ্রহণ করেন। জন্মের পরপরই জার্মানিতে পাড়ি জমান তার মা-বাবা। এ কারণে জার্মানির নাগরিক এলনাজ। মাত্র ১৪ বছর বয়সে অভিনয়ে অভিষেক হয় তার। স্নাতক ডিগ্রি অর্জনের পর ভারতে চলে আসেন। ২০১৭ সালে উর্দু ভাষার ‘মা জোনা’ সিনেমার মাধ্যমে পাকিস্তানি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন। আর ‘স্যাক্রেড গেমস’ ওয়েব সিরিজের মাধ্যমে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় তার।
