মুম্বাইয়ের আন্তর্জাতিক সঙ্গীত কলেজটির নাম হবে লতার নামে
প্রস্তাবিত শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচিত হবে ‘ভারতরত্ন লতা দীননাথ মঙ্গেশকর ইন্টারন্যাশনাল মিউজিক কলেজ’। কলেজে একটি আন্তর্জাতিক মানের সঙ্গীত জাদুঘর থাকবে, সেখানে গবেষকরা গবেষণাও করতে পারবেন।
ভারতের সিনেমা সিটির প্রদেশ-মহারাষ্ট্র মন্ত্রীসভা বুধবার সভায় সিদ্ধান্ত নিয়েছে যে, মহারাষ্ট্রে প্রস্তাবিত ‘ইন্টারন্যাশনাল মিউজিক কলেজ’টির নাম সদ্যপ্রয়াত কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকরের নামে রাখা হবে। তার নামে কলেজটির নাম রাখার কথা জানিয়েছেন, রাজ্যের উচ্চ ও কারিগরী শিক্ষামন্ত্রী উদয় সামন্ত। এর নাম আগে তার বাবার নামে করার সিদ্ধান্ত দিয়েছিলেন লতার পরিবার।
৯২ বছরে দেহের কয়েকটি অঙ্গপ্রত্যঙ্গ অকার্যকর হয়ে হওয়ায় মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা গিয়েছেন লতা মঙ্গেশকর। এই ‘কুইন অব মেলোডি’ টানা প্রায় ৮ দশক তার স্বগীয় কন্ঠসঙ্গীত দিয়ে লাখ, লাখ মানুষকে বিমোহিত করে রেখেছিলেন।
“দেড় বছর আগে আমার মন্ত্রণালয় মুম্বাই বিশ্ববিদ্যালয়ের অধীনে কালিনাতে একটি জায়গায় ‘মাস্টার দীননাথ মঙ্গেশকর ইন্টারন্যাশনাল মিউজিক কলেজ’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছিল। তখন একটি কমিটি করে দেওয়া হয়েছিল। যেখানে হৃদয়নাথ মঙ্গেশকর (লতার ছোট ও একমাত্র ভাই)কে চেয়ারম্যান, উষা মঙ্গেশকর (তার বোন), আদিনাথ মঙ্গেশকর (হৃদয়নাথের ছেলে ও তার ভাইপো), জাকির হোসাইন (ভারতের বিশ্বখ্যাত তবলা গুরু, বিশ্বখ্যাত তবলাবাদক, ‘পদ্মশ্রী’, ‘ভারতভূষণ’; হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের অন্যতম তবলাশিল্পী উস্তাদ আল্লা রাখার ছেলে), এ.আর. রহমান (দুটি অস্কারে ভূষিত, ‘পদ্মবিভূষণ’; বিশ্বখ্যাত সিনেমা সঙ্গীত পরিচালক-হিন্দি ও তামিল ছবিতে প্রধানত কাজ করেন), সুরেশ ওয়াদকার (হিন্দি ও মারাঠি ছবির প্লেব্যাক সিঙ্গার, ‘পদ্মশ্রী’) এবং তেমন আরো কয়েকজন কমিটির সদস্য ছিলেন। লতা দিদির অধীনে একটি জরিপও শেষ হয়েছিল”-সামন্ত বলেছেন পুনের সাবিত্রী ভাই ফুল্লে পুনে ইউনির্ভাসিটিতে একটি সংবাদ সম্মেলনে।
সেখানে তিনি আরো বলেছেন, ‘প্রকল্পটির জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়াতে কিছু সময় লেগে গিয়েছে। তবে দুর্ভাগ্যবশত লতা দিদি চলে গিয়েছেন।’
“আমাদের তার পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার সময় তারা প্রস্তাব করেছিলেন যে, কলেজের নামটি বদলানো উচিত যেহেতু তার বাবা ও সঙ্গীত গুরু দ্বীননাথ মঙ্গেশকর ছিলেন, ফলে তার নামেই ‘ভারতরত্ন লতা দ্বীননাথ মঙ্গেশকর ইন্টারন্যাশনাল মিউজিক কলেজ’ হওয়া প্রয়োজন। ফলে মন্ত্রীসভার আলোচনায় একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে, মুম্বাইয়ের আন্তজাতিক মানের সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানটির নাম লতা দিদির নামে রাখা হবে এবং এটি উচ্চ ও কারিগরি শিক্ষা বিভাগের জমিতে স্থাপন করা হবে”-সামন্ত জানিয়েছেন।
কলেজটিতে একটি আন্তর্জাতিক মানের জাদুঘর থাকবে, কলেজে গবেষণাও করতে পারবেন গবেষকরা-তিনি বলেছেন।
ওএস।