চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন নিপুণ
চিত্রনায়িকা নিপুণ আক্তার। ছবি: সংগৃহীত
জালিয়াতি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। গত রোববার (২১ জানুয়ারি) শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়।
নিপুণ আক্তারের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২৪ সালের ১৬ জুলাই সমিতির অফিসিয়াল প্যাড ব্যবহার করে কোটাবিরোধী আন্দোলন নিয়ে এক বিবৃতি প্রকাশ করেন, যেখানে নিজেকে ‘সাবেক সাধারণ সম্পাদক’ বলে উল্লেখ করেন। এর পরদিন তিনি ফেসবুকে সেটি পোস্ট করেন, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এই অনৈতিক পদক্ষেপের বিষয়ে ৩০ জুলাই সমিতির ষষ্ঠ সভায় আলোচনা করা হয় এবং নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। কিন্তু নিপুণ তা অগ্রাহ্য করে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যখন তিনি ডিপজলসহ অন্যদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
নিপুণের এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে কার্যনির্বাহী পরিষদ তাকে শৃঙ্খলাবদ্ধভাবে সমিতি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। শিল্পী সমিতির সহ-সভাপতি ও মুখপাত্র ডি এ তায়েব এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করলেও, নিপুণের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
এছাড়া, নিপুণের এই পদক্ষেপ নিয়ে তীব্র সমালোচনা হয়। প্রথমত, তিনি যখন ‘সাবেক সাধারণ সম্পাদক’ হিসেবে সমিতির প্যাড ব্যবহার করেন, তখন তার এই অধিকার নিয়ে প্রশ্ন ওঠে। দ্বিতীয়ত, তার বিবৃতিটি টেলিভিশন অভিনয়শিল্পী সংঘের বিবৃতির হুবহু কপি ছিল এবং তৃতীয়ত, সহিংসতার বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্যও তাকে সমালোচনার শিকার হতে হয়।
এই বিতর্কের মধ্যে নিপুণের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হয়। হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবুল ফজল পলাশ জানিয়ে ছিলেন, নিপুণ আক্তারের অনৈতিক কর্মকাণ্ড পেনাল কোডের ৪৬৮ ও ৪৭১ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
এছাড়া, নিপুণের বহিষ্কার নিয়ে এফডিসির অনেক সিনিয়র শিল্পী সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাদের মতে, নিপুণের কর্মকাণ্ড শিল্পী সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং তার জন্য এই শাস্তি অনেক আগেই প্রাপ্য ছিল।
এদিকে, গত জানুয়ারির ১০ তারিখে সিলেট বিমানবন্দরে তাকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখা যায়, তবে পরে পাসপোর্ট জব্দ করা হয় এবং তিনি ছেড়ে দেয়া হয়। নিপুণ দাবি করেন যে, বিমানবন্দরের আটকের খবর মিথ্যা, কিন্তু এ ব্যাপারে বিভিন্ন ফুটেজে তার উপস্থিতি স্পষ্ট দেখা যায়।