প্রতিযোগী থেকে বিয়ের পিড়িতে পড়শী-নিলয়
প্রতিযোগী থেকে বিয়ের পিড়িতে পড়শী-নিলয়। ছবি: সংগৃহীত
একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে গান গেয়ে সর্বমহলে পরিচিত লাভ করেন সাবরিনা পড়শী। এরপর একে একে দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপারহিট গান। দেখতে দেখতে গানে গানে পেরিয়ে গেছে তার ১৬ বছর। বর্তমানে স্টেজ শো ও নতুন নতুন গান নিয়ে বেশ ব্যস্ততা তার।
‘ক্ষুদে গানরাজ’খ্যাত কণ্ঠশিল্পী সাবরিনা পড়শীর বিয়ের খবর এরইমধ্যে ভাইরাল হয়েছে। প্রেমের সম্পর্কের পর গাটছড়া বেঁধেছেন ‘ক্ষুদে গানরাজ’-এর আরেক নিলয়ের সঙ্গে। জীবনের নতুন অধ্যায়ে একে অন্যের হাত ধরলেও শুরুটা প্রতিযোগিতার মাধ্যমে হয়েছিল পড়শী-নিলয়ের।
২০০৮ সালে পড়শী-নিলয় দুজনেই ক্ষুদে গানরাজের একই আসরে নাম লিখিয়েছিলেন। ওই আসরে প্রতিযোগিতাকালীন নিলয়ের কণ্ঠ বেশ সাড়া ফেলে। তার গাওয়া কয়েকটি গান পায় জনপ্রিয়তা।
তবে প্রতিযোগিতাকালীন নিলয় নাম করলেও পরে শ্রোতাদের মন জয় করেন পড়শী। অসংখ্য জনপ্রিয় গান দেন উপহার। ততদিনে শ্রোতাদের স্মৃতি থেকে ম্লান নিলয়ের নাম। কেননা ২০১০ সালে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলে যান নিলয়।
তবে সংগীতের সঙ্গে দূরত্ব তৈরি হলেও একই আসরের প্রতিযোগী পড়শীতে আটকে যান তিনি। একে অন্যের মনে দোলা দেন তারা। শুরু হয় প্রেম। গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসে। ছিল কয়েক মাস।
এরপর পড়শী ও নিলয়ের পরিবারের সদস্যরা তাদের বিয়ের ব্যাপারে কথা বলেন। তারপর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়া হয়। এক সময়ের দুই প্রতিযোগী হাতে হাত রেখে শুরু করেন জীবনের নতুন অধ্যায়। তবে বিয়ে নিয়ে আপাতত দুই পরিবারের কেউই খবর প্রকাশ্যে আনতে চাইছে না।