বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

হানিমুনে মালদ্বীপ যাচ্ছে তাহসান ও রোজা  

তাহসান-রোজা দম্পতি। ছবিঃ সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খানের নতুন বিয়ের খবর নিয়ে। শুভকামনার বন্যার সঙ্গে চলছে নানা কৌতূহল। সবচেয়ে বেশি প্রশ্ন, হানিমুনে কোথায় যাচ্ছেন তাহসান-রোজা দম্পতি।

তাহসান-ভক্তদের জন্য এক্সক্লুসিভ খবর হলো, আজ সকালে হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন তাহসান ও রোজা। সকাল ৮টা ৫৫ মিনিটে দেশের একটি এয়ারলাইনসের উড়োজাহাজে তাঁরা রওনা হন মালদ্বীপের উদ্দেশে। তিন-চার দিন সূর্যময় দ্বীপরাজ্যেই কাটবে তাঁদের মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো।

এই সময়ের জনপ্রিয় গায়ক তাহসান শুধু বিয়ে নিয়েই ব্যস্ত নন, সমানতালে সামলাচ্ছেন নিজের সৃজনশীল কাজও। বিয়ের দুদিনের মাথায় নতুন গান নিয়ে হাজির হয়েছেন। ‘একা ঘর আমার’ শিরোনামের গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন নিজেই। তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সিঁথি সাহা। গানটি প্রকাশ করেছে অনুপম রেকর্ডিং মিডিয়া।

গত সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় এই গান প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহসান। হলুদ পাঞ্জাবিতে সজ্জিত তাহসানের ডান হাতের তালুতে দেখা গেল মেহেদির ‘আর’ অক্ষর, তাঁর স্ত্রী রোজার নামের প্রথম অক্ষর।

গানের বিষয়ে তাহসান বলেন, ‘গানটা স্যাড ব্যালাড জনরার। প্রেমের এমন এক অনুভূতির কথা তুলে ধরেছি, যেখানে ভালোবাসা আর কষ্ট মিশে আছে। ভালোবাসার মানুষ থেকে কষ্ট পাওয়ার পরও তাকে ভালোবাসতে থাকা, এমন অভিজ্ঞতা হয়তো অনেকের হয়েছে। সেই অনুভূতি থেকেই গানটা লেখা।’

বিয়ে, নতুন গান এবং এখন হানিমুন, সব মিলিয়ে তাহসানের জীবন যেন এক রঙিন অধ্যায়। তাঁর ভক্তরা অপেক্ষায় আছেন আরও নতুন গল্প, নতুন গানের। তবে আপাতত মালদ্বীপেই তাহসান-রোজার সুখের মুহূর্তের জন্য রইল অসংখ্য ভক্তের শুভকামনা।

তাহসানের বিয়ে নিয়ে আলোচনা এখনো তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই এ উন্মাদনার প্রমাণ পাওয়া যাচ্ছে। রোজা আহমেদের সঙ্গে তাঁর বিয়ের ছবি শেয়ার করে শুভকামনা জানাচ্ছেন অনেকে। একই সঙ্গে কৌতূহলও আছে, বিয়ে তো হলো, হানিমুনে কোথায় যাচ্ছেন তাহসান-রোজা? যদিও তাঁরা ব্যক্তিগত বিষয় নিয়ে অত বিস্তারিত কিছু জানাচ্ছেন না। তবে আজকের পত্রিকার পাঠকদের জন্য এক্সক্লুসিভ খবর, আজই হানিমুনের উদ্দেশ্যে যাচ্ছেন তাহসান-রোজা। একটি সূত্র থেকে জানা গেছে, আজ সকাল ৮টা ৪৫ মিনিটে দেশের একটি এয়ারলাইনসের ফ্লাইটে মালদ্বীপে যাচ্ছেন তাঁরা। সেখানেই কাটবে তাঁদের মধুচন্দ্রিমার অধ্যায়।

কাজ আর ব্যক্তিজীবন, দুটোকেই সমানতালে সামলে চলেছেন তাহসান। বিয়ের দুই দিনের মাথায় নিয়ে এলেন নতুন গান ‘একা ঘর আমার’। তাহসানের লেখা, সুরও তাঁর। কণ্ঠে তাঁর সঙ্গে রয়েছেন সিঁথি সাহা। অনুপম রেকর্ডিং মিডিয়ার ব্যানারে গানটি প্রকাশ পেল গতকাল। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয় প্রকাশনা অনুষ্ঠানের।

সেখানে হলুদ পাঞ্জাবিতে হাজির হন তাহসান। ডান হাতের তালুতে জ্বলজ্বল করছে মেহেদিতে লেখা ‘আর’ অক্ষর। এটা বলে দেওয়ার প্রয়োজন নেই যে, এই ‘আর’ তাঁর স্ত্রী রোজার নামের আদ্যক্ষর। অনুষ্ঠানে নতুন গান নিয়ে তাহসান বলেন, ‘গানটা স্যাড ব্যালাড জনরার। আমি তো গত ২০-২২ বছর ধরে স্যাড ব্যালাড গানের জন্যই আপনাদের ভালোবাসা পেয়েছি বেশি। অনেক জনরার গানই করেছি। কিন্তু স্যাড ব্যালাড আমার স্বকীয় ধারাই বলা যায়। প্রেমের কোন অংশটা নিয়ে গান লেখা হয়নি, সে রকম একটা অংশ খুঁজে বের করার চেষ্টা করেছি এ গানে। যখন একটা মানুষ আরেকটা মানুষের প্রেমে পড়ে যায়, তখন অনেক প্রত্যাশা থাকে। প্রত্যাশা পূরণ না হলে কষ্ট আসে। কিন্তু এমনও তো হয়, আপনি যাকে ভালোবাসেন, তার দেওয়া কষ্টটা আপনি পুষে রাখছেন। কষ্টে চুরমার হয়ে যাচ্ছেন, কিন্তু সেই ভালোবাসা থেকে মুখ ফেরাতে পারছেন না। একটা মানুষকে ভালোও বাসি, একই সঙ্গে ঘৃণাও করি, এ রকম একটা অনুভূতি থেকে গানটা লেখা।’

Header Ad
Header Ad

লন্ডন ক্লিনিকে ভর্তি খালেদা জিয়া, শুরু হয়েছে চিকিৎসা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে যুক্তরাজ্যের বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। লন্ডনে পৌঁছানোর পর হিথ্রো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন। তার চিকিৎসা শুরু হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) রাতে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। ডা. জাহিদ বলেন, দীর্ঘ জার্নি শেষে লন্ডন ক্লিনিকে সুস্থ আছেন খালেদা জিয়া। চিকিৎসকরা যতদিন দরকার মনে করবেন, তিনি ততদিন এই হাসপাতালে ভর্তি থাকবেন।

তিনি বলেন, বাংলাদেশে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম নিয়ে প্রশংসা করেছেন প্যাট্রিক কেনেডি। বাংলাদেশে সব পরীক্ষা-নিরীক্ষা করা যায় না। এখানে এসব করা হবে।

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে খালেদা জিয়া তার বড় ছেলে তারেক রহমানের বাসায় থাকবেন বলে জানান ডা. জাহিদ। তিনি বলেন, সেখানেও তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন।

এ বিষয়ে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, হাসপাতালে ভর্তি করার পর খালেদা জিয়ার বেশকিছু টেস্ট করা হয়েছে। ডাক্তাররা তাদের প্রাথমিক কার্যকম শুরু করে দিয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে তার যথাযথ চিকিৎসা শুরু করবেন তারা।

তিনি আরও বলেন, খালেদা জিয়া যথেষ্ট হাসিখুশি রয়েছেন। তার মনোবল অনেক শক্ত। তিনি দীর্ঘ জার্নি করে আসার পরেও বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে না উঠে ছেলে তারেক রহমানের গাড়িতে করেই হাসপাতালে এসেছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে, বাংলাদেশ সময় বুধবার (৮ জানুয়ারি) বিকেলে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। এ সময় তাকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জোবাইদা রহমান বিমানবন্দরে উপস্থিত হন।

এরপর যখন হুইল চেয়ারে করে মা খালেদা জিয়া ছেলের কাছে আসেন, তখন সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে স্বাগত জানান তারেক রহমান। মুহূর্তেই সেখানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

Header Ad
Header Ad

বৈশ্বিক পাসপোর্ট সূচকে তিন ধাপ পেছালো বাংলাদেশ, শীর্ষে কোন দেশ?

ছবি: সংগৃহীত

২০২৫ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ পিছিয়ে বাংলাদেশ এখন ১০০তম অবস্থানে রয়েছে। গত বছরের (২০২৪) সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। এবারের সূচকে বাংলাদেশের সঙ্গে একই র‌্যাংকিংয়ে রয়েছে লিবিয়া ও ফিলিস্তিন।

এ তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স, যা বুধবার (৮ জানুয়ারি) তার শক্তিশালী পাসপোর্ট সূচক প্রকাশ করেছে। এই সূচকে বিশ্বের মোট ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্যের তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।

চলতি বছর শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১০০তম অবস্থানে রয়েছে লিবিয়া ও ফিলিস্তিন। গত বছরের ত্রৈমাসিক সংস্করণে বাংলাদেশের পাসপোর্ট এই তালিকার ৯৭তম স্থানে ছিল। একই বছরের ১০ জানুয়ারি প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম।

কোনো দেশের পাসপোর্ট দিয়ে কয়টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় প্রবেশ করা যায়, এই তথ্যের ভিত্তিতে শক্তিশালী পাসপোর্টের সূচক তৈরি করে দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স। বিশ্বের ১৯৯ দেশের সূচকে কিছু কিছু দেশ যৌথ অবস্থান পাওয়ায় এ বছর হেনলি মোট ১০৬টি অবস্থান নির্ধারণ করেছে।

গত ১৯ বছর ধরে বিশ্বের কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী তা নিয়ে প্রত্যেক বছর প্রতিষ্ঠানটি র‍্যাংকিং প্রকাশ করে আসছে। প্রতি তিন মাস অন্তর এই সূচক প্রকাশ করা হয়।

২০২৫ সালের সূচকে বাংলাদেশের পাসপোর্ট মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ফিলিস্তিনের সঙ্গে যৌথভাবে ১০০তম অবস্থানে রয়েছে। চলতি বছরের সংস্করণ অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে বর্তমানে ৪০টিতে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়।

বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে আগাম ভিসা ছাড়া ইউরোপের কোনো দেশে ভ্রমণ করা সম্ভব নয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপের পাসপোর্ট (৫৩তম)। মালদ্বীপের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ৯৪টি দেশে ভ্রমণ করতে পারেন। এরপরই রয়েছে ভারত (৮৫তম), ভুটান (৯০তম) ও শ্রীলঙ্কা (৯৬তম)।

হ্যানলির এই সূচকে চলতি বছর বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের সূচকে শীর্ষ অবস্থান দখল করেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় বিশ্বের ১৯৫টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন।

এই সূচকে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। দেশটির নাগরিকরা ১৯৩টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।

এছাড়া তৃতীয় স্থানে যৌথভাবে থাকা ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, দক্ষিণ কোরিয়া ও স্পেনের নাগরিকরা ভিসা ১৯২টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় প্রবেশ করতে পারেন।

যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও সুইডেন। এসব দেশের নাগরিকরা বিশ্বের ১৯১টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।

আর যৌথভাবে পঞ্চম স্থানে থাকা বেলজিয়াম, নিউজিল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের পাসপোর্টধারীরা ১৯০টি গন্তব্যে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় যেতে পারেন। হ্যানলির এই পাসপোর্ট সূচকে একেবারে তলানিতে রয়েছে আফগানিস্তান (১০৬তম)। যুদ্ধবিধ্বস্ত এই দেশটির পাসপোর্টধারীরা মাত্র ২৬টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের ১০ দেশ

১. সিঙ্গাপুর
২. জাপান
৩. ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, দক্ষিণ কোরিয়া ও স্পেন
৪. অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও সুইডেন
৫. বেলজিয়াম, নিউজিল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য
৬. অস্ট্রেলিয়া, গ্রিস
৭. কানাডা, মাল্টা, পোল্যান্ড
৮. চেক প্রজাতন্ত্র ও হাঙ্গেরি
৯. যুক্তরাষ্ট্র, এস্তোনিয়া
১০. লাটভিয়া, লিথুনিয়া, সংযুক্ত আরব আমিরাত, স্লোভেনিয়া

বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্টের ১০ দেশ

১. আফগানিস্তান
২. সিরিয়া
৩. ইরাক
৪. ইয়েমেন
৫. পাকিস্তান
৬. সোমালিয়া
৭. নেপাল
৮. ফিলিস্তিন, লিবিয়া, বাংলাদেশ
৯. উত্তর কোরিয়া
১০. ইরিত্রিয়া

সূত্র: হ্যানলি গ্লোবাল

Header Ad
Header Ad

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার মার্টিন গাপটিল

নিউজিল্যান্ডের তারকা ব্যাটার মার্টিন গাপটিল। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের তারকা ব্যাটার মার্টিন গাপটিল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই ৩৮ বছর বয়সী ব্যাটার বিদায়ের ঘোষণা দিয়ে জানিয়েছেন, কিউই জার্সি গায়ে মাঠে নামা তার জীবনের অন্যতম গর্বের বিষয়।

গাপটিল বলেন, "ছোটবেলা থেকেই নিউজিল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। দেশের হয়ে ৩৬৭টি ম্যাচ খেলতে পেরে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি।"

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে গাপটিল ব্যাট হাতে কিউইদের অন্যতম ভরসা ছিলেন। তার আগ্রাসী ব্যাটিং প্রতিপক্ষ শিবিরে ভয় ধরাত। তিন ফরম্যাট মিলিয়ে ১৩,৪৬৩ রান সংগ্রহের পাশাপাশি তিনি করেছেন ২৩টি সেঞ্চুরি ও ৭৬টি ফিফটি।

গাপটিল নিউজিল্যান্ডের হয়ে ১৯৮টি ওয়ানডে, ১২২টি টি-টোয়েন্টি এবং ৪৭টি টেস্ট খেলেছেন। তার সবশেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২২ সালের অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে একটি টি-টোয়েন্টি। জাতীয় দলে ফেরার সম্ভাবনা ক্ষীণ দেখে তিনি এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন।

মার্টিন গাপটিল নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

লন্ডন ক্লিনিকে ভর্তি খালেদা জিয়া, শুরু হয়েছে চিকিৎসা
বৈশ্বিক পাসপোর্ট সূচকে তিন ধাপ পেছালো বাংলাদেশ, শীর্ষে কোন দেশ?
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার মার্টিন গাপটিল
সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
একনেক সভায় ৪ হাজার ২৪৬ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন
বিরামপুরে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ
এস আলমের দুই ছেলসহ ৫৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা
উদ্যোক্তা হিসেবে সাফল্যের অমূল্য হাতিয়ার ‘স্টোরিটেলিং’
৩২ কোটি টাকার তদবির বাণিজ্য নিয়ে যা বললেন সমন্বয়ক রাফি
ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ!
ব্রাজিল থেকে এলো না ৪৯৫ টাকা কেজি মাংস
এ বছর থেকেই এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু: শিক্ষা উপদেষ্টা
কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প
জ্বিনের মাধ্যমে গর্ভধারণের আশ্বাস, ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে আলামিন
শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো ভালোভাবে নেয়নি জনগণ: রিজভী
হাসিনার নির্ঘুমের কারণ ছিল কুমিল্লা : হাসনাত আবদুল্লাহ
সৌদি আরবে ভয়াবহ বন্যা, হাই রেড অ্যালার্ট জারি
নওগাঁয় সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা
এতো বড় বড় সংস্কার দরকার নেই, নির্বাচনের তারিখ ঘোষণা করুন
ঢাকা-১০ আসনের সাবেক এমপি মহিউদ্দিন গ্রেফতার