এক ‘মন্ত্রণালয়’ সামলাচ্ছেন ফারুকী, আরেকটি তিশা
মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। ছবি: সংগৃহীত
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এবং চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী যেন দুই ভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ করে নিয়েছেন। তিশা বর্তমানে সামলাচ্ছেন তাদের প্রযোজনা সংস্থা ছবিয়ালের যাবতীয় কাজ, আর ফারুকী ব্যস্ত রয়েছেন ‘মিনিস্ট্রি অব কালচার’ নিয়ে।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘৮৪০’ সিনেমার প্রচারণার দায়িত্বও তিশার কাঁধে। বুধবার (১ জানুয়ারি) দুপুরে তেজগাঁওয়ে বেসরকারি একটি টেলিভিশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানালেন, ‘৮৪০’ সিনেমাটি তিনটি টিভি চ্যানেলে প্রচারিত হবে।
সংবাদ সম্মেলনে ফারুকীর বিশেষ প্রকল্প ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রসঙ্গে জানতে চাইলে তিশা জানান, এই উদ্যোগটির সূচনা হয়েছিল তার হাত ধরে। তবে বর্তমানে ফারুকী ব্যস্ত ‘মিনিস্ট্রি অব কালচার’নিয়ে।
তিশা হেসে বলেন, “মোস্তফা সরয়ার ফারুকী মিনিস্টার হয়ে গেছেন। তিনি সামলাচ্ছেন দেশ, আর আমি সামলাচ্ছি ঘর ও মিডিয়া।”
তিশা আরও বলেন, “মিনিস্ট্রি অব লাভ নিয়ে কাজ চলমান রয়েছে। ডিরেক্টররা নতুন সিনেমার জন্য লেখালেখি চালিয়ে যাচ্ছেন। শিগগিরই আমরা এ প্রকল্পে আবার সক্রিয় হব। রাকা, শঙ্খ, আরিফ, অনম—এই তরুণ নির্মাতারা নতুন সিনেমাগুলোর দায়িত্বে থাকবেন।”
ছবিয়ালের প্রযোজনা সংস্থা থেকে শুরু করে সিনেমার প্রচারণা, সব কিছুতেই এখন তিশার ভূমিকা গুরুত্বপূর্ণ। ফারুকীর অনুপস্থিতিতে প্রযোজনার যাবতীয় দায়িত্ব তিনিই সামলাচ্ছেন।
তিশা ও ফারুকীর এমন পরিশ্রম এবং উদ্যোগ নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠছে। ‘মিনিস্ট্রি অব লাভ’ এবং অন্যান্য প্রকল্পের মাধ্যমে তারা দেশীয় চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করতে কাজ করে যাচ্ছেন।