শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ | ৩ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন ‘টুয়েলভথ ফেল’ খ্যাত বিক্রান্ত ম্যাসি

অভিনেতা বিক্রান্ত ম্যাসি। ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের সবচেয়ে সুসময় পার করছেন বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি, পুরো ২০২৪ জুড়েই দর্শকদের একের পর এক হিট ছবি উপহার দিচ্ছিলেন ‘টুয়েলভথ ফেল’ খ্যাত জনপ্রিয় এই অভিনেতা। এরমধ্যেই হঠাৎ করে বলিপাড়া থেকে অবসরের ঘোষণা দিলেন বিক্রান্ত।

টেলিপর্দা থেকে শুরু করা বিক্রান্ত বড় পর্দাতেও পেয়েছেন অনন্য সাফল্য। আর অভিনয়ের স্বীকৃতি হিসেবে ইতোমধ্যেই ঘরে তুলেছেন জাতীয় পুরস্কার। সম্প্রতি ভারতীয় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ‘ফিল্মি দুনিয়ার সেরা ব্যক্তিত্বের’ খেতাবও পেয়েছেন তিনি।

গত রবিবার রাতে এই গুণী অভিনেতা ক্যারিয়ারের চূড়ান্ত সময়ে সকলকে অবাক করে দিয়ে মাত্র ৩৭বছর বয়সেই অবসরের ঘোষণা করেছেন।

বিক্রান্তের হাতে বর্তমানে একের পর এক ছবি। রবিশংকরের বায়োপিকেও কাজ করছেন। যা কিনা আন্তর্জাতিক ময়দানে রিলিজ করার কথা। সম্প্রতি ধর্মগুরুর সঙ্গে দেখাও করে এসেছেন।

দ্যা সবরমতী রিপোর্ট-এ এক সাংবাদিকের চরিত্রে তুখোড় অভিনয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ পর্যন্ত তার পিঠ চাপড়ে দিয়েছেন।

বিক্রান্ত অবসরের ঘোষণা দিয়ে লেখেন, ‘গত কয়েক বছরের এই সফর সত্যিই অসাধারণ। এভাবে পাশে থাকার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। তবে এখন নিজেকে নতুন করে গড়ে তোলার সময় হয়েছে। তাই ২০২৫ সালে আমরা শেষবারের জন্য একবার দেখা করব।’

বিক্রান্ত মাসের এই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। এরপর থেকেই মন খারাপ ভক্তদের। কিছুতেই অভিনেতার অভিনয় থেকে অবসরে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না তারা।

Header Ad
Header Ad

ম্যাচ জয়ের আনন্দের মাঝেই মায়ের মৃত্যুর খবর পেলেন খালেদ

পেসার খালেদ আহমেদ। ছবি: সংগৃহীত

বিপিএলের ২২তম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নেয় চিটাগং কিংস। ৪৫ রানের এই জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পেসার খালেদ আহমেদ। ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে তুলে নেন ২টি উইকেট। তবে ম্যাচ জয়ের আনন্দের দিনটি শেষ হয় শোকের খবরে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে ম্যাচ শেষে দলের সঙ্গে হোটেলে ফেরার পর খালেদ জানতে পারেন, তার মা আর বেঁচে নেই। তার দল চিটাগং কিংস মর্মান্তিক এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।

খালেদের ভাই জায়েদ আহমেদ ফেসবুকে তার মায়ের মৃত্যুর খবর জানিয়ে লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার মা আমাদের ছেড়ে আল্লাহর কাছে চলে গেছেন। আল্লাহ তাকে ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌসে স্থান দিন এবং আমাদের ধৈর্য ধরার তৌফিক দান করুন।’

সিলেটের সন্তান খালেদ আহমেদ বিপিএলে চিটাগং কিংসের হয়ে দারুণ ফর্মে রয়েছেন। ৫ ম্যাচে তিনি শিকার করেছেন ৮ উইকেট। খুলনার বিপক্ষে তার পারফরম্যান্স দলকে জয়ের পথে বড় ভূমিকা রেখেছে। তবে পারফরম্যান্সের এই ধারাবাহিকতা নিয়েও হঠাৎ মায়ের মৃত্যু সংবাদে ভেঙে পড়েছেন এই পেসার।

মাত্র তিন দিন আগেই সিলেট থেকে চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন খালেদ। প্রথম ম্যাচ শেষে এমন দুঃসংবাদ শুনে তিনি শোকাহত। চিটাগং কিংসের পুরো দল খালেদের পাশে থাকার আশ্বাস জানিয়েছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

Header Ad
Header Ad

যুদ্ধবিরতির মাঝেও গাজায় ইসরায়েলের হামলা, নিহত ৮১

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া সত্ত্বেও ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলা থেমে নেই। বৃহস্পতিবারের হামলায় আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান এই আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৬ হাজার ৮০০ জনে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার ইসরায়েলের অব্যাহত হামলায় ৮১ জন নিহত এবং ১৮৮ জন আহত হয়েছেন। সাম্প্রতিক এই হামলাগুলোতে গাজার আরও অন্তত এক লাখ ১০ হাজার ৪৫৩ জন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। ধারণা করা হচ্ছে, পুরো গাজা জুড়ে ভেঙে পড়া ভবনগুলোর নিচে ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজ চালানো কঠিন হয়ে পড়েছে, কারণ রাস্তাগুলোও ধ্বংস হয়ে গেছে এবং উদ্ধারকারীরা আটকা পড়া মানুষের কাছে পৌঁছাতে পারছেন না।

গাজায় ইসরায়েলের হামলা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তা উপেক্ষা করে ইসরায়েল তাদের অভিযান চালিয়ে যাচ্ছে। ফলে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই সহিংসতায় পুরো গাজা এক ভয়াবহ মানবিক সংকটে পরিণত হয়েছে। আন্তর্জাতিক মহল গাজায় অবিলম্বে হামলা বন্ধের দাবি জানালেও ইসরায়েলের নিরলস হামলায় প্রতিদিন নতুন করে প্রাণ হারাচ্ছে অসংখ্য নিরীহ মানুষ।

Header Ad
Header Ad

গোপালগঞ্জে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

সড়ক দুর্ঘটনায় নিহত তিনজন। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিষ্ণু দাসের ছেলে দিপু দাস (১৮),বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) এবং মৃনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। তাঁদের প্রত্যেকের বাড়ি কাশিয়ানী উপজেলার পোনা কাদির পাড়া গ্রামে।

ভাঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক আবুল হাসেম মজুমদার জানান, ঢাকা থেকে খুলনাগামী একটি বাস ওই মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকসহ অন্য দুই আরোহী নিহত হন। উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

তিনি জানান, দুর্ঘনার পর বেশ কিছু সময় এ মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে মহাসড়কের যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক করে। পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ শেষে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ম্যাচ জয়ের আনন্দের মাঝেই মায়ের মৃত্যুর খবর পেলেন খালেদ
যুদ্ধবিরতির মাঝেও গাজায় ইসরায়েলের হামলা, নিহত ৮১
গোপালগঞ্জে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
তোফাজ্জল হত্যাকাণ্ডে ঢাবির ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
৭ গোলের রোমাঞ্চে ভরা ম্যাচে বার্সেলোনার বিপক্ষে রিয়ালের নাটকীয় জয়
রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ল শতাধিক ঘরবাড়ি, শিশুর মৃত্যু
হাছান মাহমুদ ও তার পরিবারের ৭৭ ব্যাংক হিসাব জব্দ
ভোটাভুটি বিলম্বিত করলো ইসরায়েল, গাজায় যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা
শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব নিয়েছেন কি না জানা নেই: মুখপাত্র
জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর করে প্রজ্ঞাপন জারি
শুক্রবারে মেট্রোরেল চলাচলের সময় বাড়লো
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের বিষয়ে সবাই একমত: আসিফ নজরুল
টাঙ্গাইল হাসপাতালে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
ফিলিস্তিনি ভাই-বোনের পাশে আছি, থাকব: এরদোগান
ওষুধ-পোশাকসহ নিত্যপণ্যের ভ্যাট রিভিউ হচ্ছে: অর্থ উপদেষ্টা
অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাত, আইসিইউতে ভর্তি
অল্প খরচে দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি, টিকিটের মূল্য প্রকাশ
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
বাম চোখের বদলে ডান চোখে অপারেশন করা সেই চিকিৎসক গ্রেফতার
সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র করতে চাই: প্রধান উপদেষ্টা