দরদ কেমিস্ট্রি
শাকিব জানে না হিন্দি, সোনাল বোঝেন না বাংলা !
ছবি: সংগৃহীত
নির্মাতা ও প্রযোজক অনন্য মানুনের 'দরদ' সিনেমা দিয়ে বলিউডে পা রাখতে যাচ্ছেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। আগামী ১৫ অক্টোবর শাকিবের প্রথম হিন্দি সিনেমা তথা প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র ’দরদ’ মুক্তি পেতে যাচ্ছে। বিশ্বব্যাপী এদিন একযোগে দরদ মুক্তি দেওয়া হবে। ছবিটি নিয়ে দেশের দর্শকদের অনেক অপেক্ষা ছিল। কেননা এই ছবির মাধ্যমেই শাকিব প্রথমবারের মত প্যান ইন্ডিয়ান চলচ্চিত্রে পা রাখেছেন। এই ছবিতে শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাল চৌহান। যিনি ইমরান হাশমিসহ অনেকের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন।
বাংলাদেশসহ ২২টি দেশে ‘দরদ’ মুক্তি পাবে ১৫ নভেম্বর। এমনটাই জানিয়েছেন পরিচালক। বাংলার পাশাপাশি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে শাকিব ও বলিউডের সোনাল চৌহান অভিনীত সিনেমাটি।
এদিকে বাংলা ও হিন্দি দুই ভাষাতেই ‘দরদ’র শ্যুটিং হয়েছে। এ নিয়ে শ্যুটিং সেটে ঘটেছে মজার মজার সব ঘটনা। কারণ ছবির প্রধান দুই চরিত্র শাকিব যেমন হিন্দি কম পারেন, অন্যদিকে সোনাল তো বাংলা বোঝেনই না। ফলে শ্যুটিং সেটে ঘটেছে মজার সব ঘটনা।
সম্প্রতি জি-২৪ কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অনন্য মামুন।
অনন্য মামুন জানান, 'সবচেয়ে মজা হতো শাকিব ভাই যখন সোনালকে বাংলা শেখাতেন, আবার সোনাল যখন শাকিব ভাইকে হিন্দি শেখাতেন। ওই দৃশ্য সামনা সামনাসামনি দেখলে যে কেউই হাসবেন।
তিনি বলেন, ইউনিটের সবাই হাসাহাসি করতেন এটা দেখে। তবে আমি ভীষণ খুশি এটা ভেবে যে, শাকিব ভাই ও সোনাল কাজটি সুন্দরভাবে উপহার দেওয়ার জন্য অনেক কষ্ট করেছেন। টিজারে আপনারা দেখেছেন, দুজনের রসায়ন কত সুন্দর ছিল। তাদের এত সুন্দর মানিয়েছে, প্রেক্ষাগৃহে দুজনের রসায়ন দেখতে দর্শক দারুণভাবে মুখিয়ে আছে।
উল্লেখ্য, ‘দরদ’ নির্মাণ হয়েছে যৌথ প্রযোজনায়। ভারতের সোনাল চৌহান ছাড়াও অভিনয় করছেন ওপার বাংলার অভিনেত্রী পায়েল সরকার। এছাড়াও আছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন ও বলিউডের রাহুল দেব। বাংলাদেশ থেকে আছেন এলিনা শাম্মী, ইমতু রাতিশ, সাফা মারিয়াসহ অনেকে।