চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি
শপথ নিতে আসেননি যারা
অবশেষে শপথ নিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা। আর এ শপথ গ্রহণের মধ্য দিয়ে সংগঠনের দায়িত্ব বুঝে নিয়েছেন সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক ইলিয়াস কাঞ্চন ও নিপুণ।
এফডিসির মান্না ডিজিটালের সামনে খোলা মাঠে রবিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় নবনির্বাচিত শিল্পীদের শপথবাক্য পড়ানো হয়। তবে জায়েদ খান প্যানেল থেকে নির্বাচিত শিল্পীদের মধ্যে নাদির খান ছাড়া কেউ শপথ নিতে আসেননি।
শপথ না নেওয়া শিল্পীরা হলেন- জায়েদ খান প্যানেল থেকে নির্বাচিত সহ-সভাপতি মাসুম পারভেজ রুবেল, মনোয়ার হোসেন ডিপজল, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জয় চৌধুরী, কার্যকরী পরিষদের সদস্য অঞ্জনা, রোজিনা, সুচরিতা, মৌসুমী, অরুণা বিশ্বাস। যদিও মিশা সওদাগর উপস্থিত হয়ে প্রাক্তন সভাপতি হিসেবে শপথ পাঠ করিয়েছেন ইলিয়াস কাঞ্চনকে।
শোনা যাচ্ছে, জায়েদ খানের প্রার্থীতা বাতিল হওয়ায় শপথ অনুষ্ঠানে তারা আসেননি। তবে শপথ অনুষ্ঠানে না এলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিয়াস কাঞ্চন-নিপুণকে শুভেচ্ছা জানিয়েছেন অঞ্জনা। মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।
শপথ নিয়েছেন শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক নিপুণ আক্তার, সহ-সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনুর, কোষাধ্যক্ষ আজাদ খান, কার্যকরী পরিষদের সদস্য ফেরদৌস, অমিত হাসান ও কেয়া।
ভোটের পর প্রকাশিত ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হন জায়েদ খান। তবে তার বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তোলেন নিপুণ। সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে সেটার তদন্তের দায়িত্ব আসে নির্বাচনের আপিল বোর্ডের ওপর। অভিযোগ প্রমাণিত হওয়ায় আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান শনিবার (৫ ফেব্রুয়ারি) জায়েদের প্রার্থীতা বাতিল করে। একইসঙ্গে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিপুণকে জয়ী ঘোষণা করে।
এএম/এসআইএইচ