লতার গাওয়া শেষ গান
ভারতের বুলবুল খ্যাত কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। বাংলা হিন্দিসহ মোট ৩৬টি ভাষায় গান গেয়েছেন তিনি। ধ্রুপদী, রোমান্টিক, গজল, ভজন গানের প্রতিটি ধারায় তার সুরেলা বিচরণ আচ্ছন্ন করে রেখেছে সংগীত পিপাসুদের।
দীর্ঘ ক্যারিয়ারে লতা মঙ্গেশকর কণ্ঠে তুলেছেন ২৫ হাজারের বেশি গান। ১৯৪২ সালে মারাঠি সিনেমা ‘কিটি হাসাল’-এ লতা প্রথম প্লেব্যাক করেন। কিন্তু সে গান পরবর্তীতে বাদ পড়েছিল। কিছুটা বিরতির পর ১৯৪৮ সালে হায়দরের ‘মজবুর’ ছবিতে প্রথম বড় পরিসরে গাওয়ার সুযোগ পান লতা। জনপ্রিয় হয় তার ‘মেরা তোড়া’ গানটি।
এরপর এর ঠিক পরের বছরই ১৯৪৯ সালে ‘মহল’ ছবিতে ‘আয়েগা আনেওয়ালা’ গান লতাকে আকাশছোঁয়া জনপ্রিয়তা এনে দেয়। হায়দরের ভবিষ্যদ্বাণী সত্যি প্রমাণ করেন তিনি। হয়ে উঠেন ভারতের নাইটিংগেল।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, লতা মঙ্গেশকরের সর্বশেষ পূর্ণাঙ্গ অ্যালবাম ‘বীর জারা’। সিনেমাটি ২০০৪ সালে মুক্তি পায়। লতা মঙ্গেশকরের শেষ গান ছিল ‘সৌগন্ধ মুঝে ইস মিট্টি কি...’। এটি ২০১৯ সালের মার্চে প্রকাশিত হয়। গানটি ভারতীয় সেনাবাহিনীর জন্য গাওয়া হয়েছিল।
এ বছর জানুয়ারির শুরুতে করোনা পজিটিভ আসে লতার। এরপর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ৯ জানুয়ারি থেকে সেখানেই ছিলেন তিনি। করোনার পাশাপাশি নিউমোনিয়ায়ও আক্রান্ত হয়েছিলেন তিনি।
লতা মঙ্গেশকরকে ২০০১ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন দেওয়া হয়েছিল। তিনি পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদা সাহেব ফালকেসহ একাধিক জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন।
এএম/এমএমএ/