রবিবার, ৫ জানুয়ারি ২০২৫ | ২১ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বাসা ভাড়া নিয়ে আন্দোলনের আহবান জানালেন ইমতু রাতিশ

উপস্থাপক-অভিনেতা ইমতু রাতিশ। ছবি: সংগৃহীত

এই সময়ের জনপ্রিয় টিভি তারকার মধ্যে একজন ইমতু রাতিশ। উপস্থাপনা, অভিনয় দুটোই সমানতালে চালিয়ে যান তিনি। কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করছেন উপস্থাপক-অভিনেতা ইমতু রাতিশ।

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর অনেক ধরনের আন্দোলন চলছে দেশে। সেই প্রেক্ষিতে সোমবার (১৯ আগস্ট) নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি স্ট্যাটাস দেন এ তারকা। যেখানে তিনি বাসা ভাড়া কমানোর জন্য আন্দোলনের আহ্বান জানিয়েছেন। ইমতু তার ফেসবুকে লেখেন, বাসা ভাড়া নিয়ে কেউ আন্দোলন করছেনা কেনো?

উপস্থাপক-অভিনেতা ইমতু রাতিশ। ছবি: সংগৃহীত

ঢাকার বাসা ভাড়া নিয়ে ইমতুর সাথে কথা বললে তিনি বলেন, রাজধানীতে বাসা ভাড়া যে হারে বেড়েছে, সেই হারে বেতন বাড়ছে না। আবার দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে গত বছর বাজার খরচও দফায় দফায় বেড়ে এমন পর্যায়ে গেছে—এখন আর পণ্য তালিকায় কাটছাঁট করারও জায়গা নেই। এ অবস্থায় নতুন করে বাসাভাড়া বেড়ে যাওয়ায় জীবনযাত্রার ওপর বেশ চাপ তৈরি হচ্ছে।’

তিনি আরো বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ, পানির দামসহ জীবনযাত্রার খরচ মেটাতে এমনিতেই সাধারণ মানুষ হিমশিম খাচ্ছেন। এর মধ্যে রাজধানীর অধিকাংশ এলাকায় বাসাভাড়া বাড়ছে নতুন করে। বছরের শুরুতেই এলাকাভেদে বাসাভাড়া বেড়েছে ৫০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। কোথাও কোথাও ফ্ল্যাটের আকারভেদে ভাড়া বেড়েছে ৫ হাজার টাকাও। যাঁরা ভাড়া বাসায় থাকেন, তাদের আয়ের একটা বড় অংশ চলে যায় মাস শেষে বাসাভাড়ায়।

সাধারণত মানুষের খরচের তুলনায় আয় বেশি বাড়লে তাতে খরচ বাড়লেও মানুষের তেমন সমস্যা হয় না। কিন্তু দেশে গত দেড় বছর মূল্যস্ফীতির চেয়ে মানুষের মজুরি বৃদ্ধির হার কম।

এইসব বিষয় বিবেচনা করে ঢাকার বাসা ভাড়া কমানোর দাবি জানান তিনি। সেই সঙ্গে এই দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করার জন্যেও আহ্বান জানিয়েছেন এই অভিনেতা।

Header Ad
Header Ad

নতুন ইউনিকর্ন বাইক আনছে হোন্ডা  

হোন্ডা ইউনিকর্ন বাইকের নতুন মডেল এনেছে বাজারে। ছবিঃ সংগৃহীত

হোন্ডা ইউনিকর্ন বাইকের নতুন মডেল এনেছে বাজারে। গাড়ি নির্মাতা সংস্থা এই সময়ের মধ্যে বাইকের ডিজাইনে কোনো বদল আনেনি। হোন্ডার এই বাইকে একটি ১৬৩ সিসির সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন, ফুয়েল ইঞ্জেক্টেড পেট্রোল ইঞ্জিন রয়েছে। আরও অসংখ্য ফিচার থাকছে নতুন এই বাইকে।

হোন্ডা ইউনিকর্নের এই নতুন ভার্সনে ইনস্টল করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এর সঙ্গে সঙ্গে এলইডি হেডল্যাম্প, সার্ভিস রিমাইন্ডার, ১৫ ওয়াটের ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এই বাইকে রয়েছে। এই বাইক আবার গিয়ার পজিশন ইন্ডিকেটর এবং একটি ইকো ইন্ডিকেটরের সঙ্গে বাজারে এসেছে।

হোন্ডার এই বাইকে একটি ১৬৩ সিসির সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন, ফুয়েল ইঞ্জেক্টেড পেট্রোল ইঞ্জিন রয়েছে। এই বাইকে যে ইঞ্জিন ইনস্টল করা আছে, তাতে ১৩ বিএইচপি শক্তি ও ১৪.৬ এনএম টর্ক উৎপন্ন হয়। এই বাইকের ইঞ্জিনে ৫ স্পিডের গিয়ারবক্সও লাগানো আছে। এর সঙ্গে সঙ্গে অন বোর্ড ডায়াগনস্টিক ২ এই বাইকে ইনস্টল করা আছে, এর কারণে এই বাইকে একটি নির্দিষ্ট সীমার থেকে বেশি দূষণ কখনোই হবে না।

হোন্ডার এই নতুন বাইক ৩টি রঙের বিকল্প নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক, পার্ল ইগনিয়াস ব্ল্যাক এবং রেডিয়ান্ট রেড মেটালিক রং। বাইকের অন রোড দাম ভারতীয় বাজারে ১ লাখ ৩৪ হাজার রুপি থেকে শুরু।

Header Ad
Header Ad

রূপপুরে রুশ নারীর অস্বাভাবিক মৃত্যু

ছবিঃ সংগৃহীত

ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকার ভবন থেকে পড়ে এক রুশ নারী কর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার (০৫ ডিসেম্বর) ভোর ৪টায় উপজেলার দিয়াড় সাহাপুর এলাকার গ্রিন সিটির ৯ নম্বর ভবনের ৪২ নম্বর ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম পোশতারুক কসেনিয়া (৪০)। তিনি রূপপুর প্রকল্পের এসএমইউ-১ কোম্পানিতে কর্মরত ছিলেন। ঘটনার পর গ্রিন সিটির দায়িত্বরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সকালে গ্রিন সিটি এলাকা পরিদর্শন করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম এবং রূপপুর পুলিশ ফাঁড়ির অন্য সদস্যরা।

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম বলেন,‘নিহত ওই নারী ও তার স্বামীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এর জের ধরেই ঘটনা ঘটেছে। তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তাকর্মীরা নিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

Header Ad
Header Ad

টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ভারতের বিদায়, ফাইনালে প্রোটিয়াদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া  

ভারতকে হারিয়ে ৩-১ হারিয়ে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া। ছবিঃ সংগৃহীত

ভারতের বিপক্ষে দীর্ঘ ১০ বছরের আক্ষেপ ঘুচিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতলো অস্ট্রেলিয়া। রোববার (৫ জানুয়ারি) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের শেষ টেস্টে তৃতীয় দিনেই জয় নিশ্চিত করে প্যাট কামিন্সের দল। এই জয়ে আগামী জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো অজিরা।

জুনের ১১ তারিখে লর্ডসে শুরু হবে ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। অবশ্য অস্ট্রেলিয়ার আগে সেই ফাইনালের একটি স্লট বুকিং করে ফেলেছিলো দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের সাথে চলমান সিরিজের প্রথম টেস্টে জয়ের পর ফাইনালিস্ট হিসেবে সেখানে নাম লেখায় তারা।

অন্যদিকে গত বছর পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে এ বছরের ১১ জুন লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। এবারই প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে প্রোটিয়ারা। ফাইনালে তাদের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রলিয়া।

এবারের মৌসুমে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই কোনো দ্বিপাক্ষিক সিরিজ ছিলো না অস্ট্রেলিয়ার। ফাইনালে অবশ্য সেই অপূর্ণতা মিটতে যাচ্ছে ক্রিকেট ভক্তদের।

উল্লেখ্য, এখন পর্যন্ত দুইবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ২০১৯-২১ ও ২০২১-২৩ মৌসুমে এই ফাইনাল জেতে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। দুইবারই রানার্সআপ হয় ভারত।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নতুন ইউনিকর্ন বাইক আনছে হোন্ডা  
রূপপুরে রুশ নারীর অস্বাভাবিক মৃত্যু
টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ভারতের বিদায়, ফাইনালে প্রোটিয়াদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া  
বাইডেনের স্ত্রীকে হীরা উপহার দিয়েছেন মোদি  
দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতির চাপে বাংলাদেশ
সহজ জয়ে বছর শুরু বার্সেলোনার  
১০ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ হারল ভারত
সেই পানামা ফারুকের মেয়ে রোজাকেই বিয়ে করলেন তাহসান
যুক্তরাষ্টের সর্বোচ্চ বেসামরিক পদক পাচ্ছেন মেসি  
গাজার ইসরায়েলের হামলা, একদিনেই শিশুসহ নিহত ৭০
৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭ জনকে নিয়ে মুখ ঢেকে কেক কাটলেন ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক  
গুচ্ছ পদ্ধতি ও পোষ্য কোটা বাতিলের দাবিতে কুবি প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম 
বাংলাদেশি হামজাকে দলে চায় শেফিল্ড ইউনাইটেড
  যশোরে আজহারীর মাহফিল শেষে থানায় ৩ শতাধিক জিডি
ভারত সেভেন সিস্টার্সের জন্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে: সারজিস
নির্বাচনের তারিখ নির্ভর করছে মানুষ কতটা সংস্কার চায় তার ওপর: প্রধান উপদেষ্টা  
রমজানে রাজধানীর ১০০ পয়েন্টে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বেচবে বিপিএ
হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির এখনো জবাব দেয়নি দিল্লি  
নির্বাচনের দুটি সম্ভাব্য সময়সূচি রয়েছে : রূপা হককে প্রধান উপদেষ্টা  
কানাডায় নেওয়া যাবে না বাবা-মা ও দাদা-দাদিকে, স্পনসরশিপ বন্ধ ঘোষণা