বাসা ভাড়া নিয়ে আন্দোলনের আহবান জানালেন ইমতু রাতিশ
উপস্থাপক-অভিনেতা ইমতু রাতিশ। ছবি: সংগৃহীত
এই সময়ের জনপ্রিয় টিভি তারকার মধ্যে একজন ইমতু রাতিশ। উপস্থাপনা, অভিনয় দুটোই সমানতালে চালিয়ে যান তিনি। কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করছেন উপস্থাপক-অভিনেতা ইমতু রাতিশ।
সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর অনেক ধরনের আন্দোলন চলছে দেশে। সেই প্রেক্ষিতে সোমবার (১৯ আগস্ট) নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি স্ট্যাটাস দেন এ তারকা। যেখানে তিনি বাসা ভাড়া কমানোর জন্য আন্দোলনের আহ্বান জানিয়েছেন। ইমতু তার ফেসবুকে লেখেন, বাসা ভাড়া নিয়ে কেউ আন্দোলন করছেনা কেনো?
ঢাকার বাসা ভাড়া নিয়ে ইমতুর সাথে কথা বললে তিনি বলেন, রাজধানীতে বাসা ভাড়া যে হারে বেড়েছে, সেই হারে বেতন বাড়ছে না। আবার দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে গত বছর বাজার খরচও দফায় দফায় বেড়ে এমন পর্যায়ে গেছে—এখন আর পণ্য তালিকায় কাটছাঁট করারও জায়গা নেই। এ অবস্থায় নতুন করে বাসাভাড়া বেড়ে যাওয়ায় জীবনযাত্রার ওপর বেশ চাপ তৈরি হচ্ছে।’
তিনি আরো বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ, পানির দামসহ জীবনযাত্রার খরচ মেটাতে এমনিতেই সাধারণ মানুষ হিমশিম খাচ্ছেন। এর মধ্যে রাজধানীর অধিকাংশ এলাকায় বাসাভাড়া বাড়ছে নতুন করে। বছরের শুরুতেই এলাকাভেদে বাসাভাড়া বেড়েছে ৫০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। কোথাও কোথাও ফ্ল্যাটের আকারভেদে ভাড়া বেড়েছে ৫ হাজার টাকাও। যাঁরা ভাড়া বাসায় থাকেন, তাদের আয়ের একটা বড় অংশ চলে যায় মাস শেষে বাসাভাড়ায়।
সাধারণত মানুষের খরচের তুলনায় আয় বেশি বাড়লে তাতে খরচ বাড়লেও মানুষের তেমন সমস্যা হয় না। কিন্তু দেশে গত দেড় বছর মূল্যস্ফীতির চেয়ে মানুষের মজুরি বৃদ্ধির হার কম।
এইসব বিষয় বিবেচনা করে ঢাকার বাসা ভাড়া কমানোর দাবি জানান তিনি। সেই সঙ্গে এই দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করার জন্যেও আহ্বান জানিয়েছেন এই অভিনেতা।