রাজউকের ১০ কাঠার সেই প্লট কি পাবেন আরিফিন শুভ?
অভিনেতা আরিফিন শুভ। ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। যার প্রভাব পড়েছে রাজনীতি, প্রশাসন থেকে শুরু করে সরকারি-বেসরকারি অফিস-আদালতেও। এমনকি বাদ যায়নি শোবিজ অঙ্গনও।
সম্প্রতি নতুন করে বিনোদনপ্রেমীদের মধ্যে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে অভিনেতা আরিফিন শুভ। নতুন কোনো সিনেমার জন্য না। শেখ হাসিনার শাসনামলে মাত্র ১ টাকার বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে অভিনয় করেন এই অভিনেতা।
আর এই সিনেমায় বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করে প্রতিদান স্বরূপ সংরক্ষিত কোটায় রাজউকের ১০ কাঠার একটি প্লট বরাদ্দ পান এই অভিনেতা। যা নিয়ে নতুন করে শুরু হয়েছে চর্চা। সকলের মনে একটাই প্রশ্ন আরিফিন শুভ কি সেই প্লটটি পাবেন?
জানা গেছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে এই বরাদ্দ দেওয়া হয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গত বছর ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভার সিদ্ধান্ত মোতাবেক এই বরাদ্দ দেওয়া হয়।
এদিকে ছাত্রজনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। ইতিমধ্যে নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছেন। দেশব্যাপী স্বৈরসরকারের আমলের নিয়োগসহ অন্যান্য সকল ক্ষেত্রের অনিয়ম-দুর্নীতির সংস্কার চলছে। এরই প্রেক্ষিতে সংস্কৃতি অঙ্গনের নানা মহলে অভিনেতা আরিফিন শুভর বরাদ্দকৃত ১০ কাঠা প্লট বাতিলের দাবি উঠেছে। নেটিজেনরা বলছেন শুভর উচিত এই জমি সরকারকে ফিরিয়ে দেওয়া। কেউ কেউ অবিলম্বে রাজউকের দেওয়া এই বরাদ্দ বাতিলের জন্য সোচ্চার হয়েছেন।
এ বিষয়ে অভিনেতা আরিফিন শুভর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি তা রিসিভ করেননি।
এ ব্যাপারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এষ্টেট ও ভূমি-১ এর পরিচালক মো. কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্পের পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে বলেন। পরবর্তীতে রাজউক পূর্বাচল নতুন শহর প্রকল্পের পরিচালক মোহাম্মদ মনিরুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।