দ্বন্দ্বের মাঝেই জন্মদিনে নিপুণকে উপহার দিলেন ডিপজল!
নিপুণ আক্তার এবং ডিপজল। ছবি: সংগৃহীত
মনোয়ার হোসেন ডিপজল ও নিপুণ আক্তারের মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে চরম দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। আদালতের রায়ে আপাতত চেয়ারে ডিপজল বসলেও নায়িকা জানিয়ে রেখেছেন বিষয়টি নিয়ে আবারও লড়বেন।
তাদের দুজনের মধ্যকার সম্পর্ককে খুব সহজেই ‘সাপে নেউলে সম্পর্ক’ বলে আখ্যায়িত করা যায়। সেই অভিনেতা ডিপজল নিপুণকে জন্মদিনে উপহার দেবেন, এটা অভাবনীয় বিষয়। কিন্তু, নিজ জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংবাদের লিংক শেয়ার করে সেটাকে শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদকের দেয়া উপহার উল্লেখ করে সবাইকে বিস্মিত করলেন।
রবিবার (৯ জুন) ছিল চিত্রনায়িকা নিপুণের জন্মদিন। ৪১তম জন্মদিনে ভক্ত ও সহকর্মীদের ভালোবাসা-শুভেচ্ছাবার্তা পেয়েছেন নিপুণ। কিন্তু, জন্মদিনের সবচেয়ে বড় উপহার পেয়েছেন প্রতিদ্বন্দ্বী ডিপজলের কাছ থেকে। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিপজলের একটি সংবাদের ব্যানার পোস্ট করেন অভিনেত্রী। সেই সংবাদের শিরোনাম ছিল- ‘হিন্দি সিনেমা আমদানির পক্ষে একমত ডিপজল’।
ডিপজলের সেই খবরের লিংক নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে নিপুণ লিখেছেন, ‘আমার জন্মদিনের গিফট। আমি যখন সেক্রেটারি ছিলাম তখন হিন্দি সিনেমার প্রস্তাব করেছিলাম হলগুলো বাঁচানোর জন্য।’
মূলত নিজের জন্মদিনে অভিনেতা ডিপজলের কাছ থেকে এটাই উপহার হিসেবে দেখছেন নিপুণ। কারণ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে থাকাকালীন দেশে হিন্দি সিনেমা আমদানির পক্ষে ছিলেন এই নায়িকা। সেসময় এই সিদ্ধান্তের কঠোর বিরোধিতা করেছিলেন ডিপজল। তবে এতদিন ধরে বিরোধিতা করে আসলেও এখন একজন ভুক্তভোগী হল মালিক হিসেবে নিজের সেই অবস্থান থেকে সরে এসেছেন এই অভিনেতা।
এ প্রসঙ্গে সম্প্রতি এক অনুষ্ঠানে ডিপজল বলেন, ‘আমি সবসময় আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির কথা ভাবি। কিন্তু হলতো বাঁচাতে হবে। ভালো মানের বাংলা সিনেমা আমদানি করা হোক।’ ডিপজল আরও বলেন, ‘নিজেদের ভালো মানের সিনেমা নির্মাণের কোনো বিকল্প নেই। তবে হল বাঁচাতে হিন্দি সিনেমা এলেও অসুবিধা নেই।’
নিজ জন্মদিনে হিন্দি সিনেমা আমদানি প্রসঙ্গে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের মতামত পাল্টানোকে জন্মদিনের উপহার হিসেবেই দেখছেন নিপুণ।