রণবীরের অ্যানিমেলকে ছাড়িয়ে গেলো লাপাতা লেডিস
ছবি: সংগৃহীত
গত বছরের শেষ মাসে ভারতের বক্স অফিসে কেমন তাণ্ডব চালিয়েছিল ‘অ্যানিমেল’ ছবিটি, তা কম-বেশি সকলেরই জানা। মাত্র ১০০ কোটি রুপি বাজেটের ছবিটি ৯১৭ কোটি রুপির বেশি আয় করে বিশ্বব্যাপী। সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যম, সবখানেই এটি ছিল চর্চার কেন্দ্রে। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তির (২৬ জানুয়ারি) পরও সেই দাপট অব্যাহত থাকে।
কিন্তু সেই ঝড়কে মাত্র এক মাসেই অতিক্রম করে ফেললো কিরণ রাও নির্মিত ‘লাপাতা লেডিস’। যে ছবি ঘিরে মাস খানেক ধরে আলোচনা-প্রশংসার জোয়ার বইছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, নেটফ্লিক্সে মুক্তির এক মাসে ছবিটি দেখেছে ১৩ দশমিক ৮ মিলিয়ন দর্শক। যা ‘অ্যানিমেল’র চার মাস তথা সাকুল্য ভিউর চেয়ে বেশি।
সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘অ্যানিমেল’ নেটফ্লিক্সে মুক্তি পায় ২৬ জানুয়ারি। বলিউডের বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত সিনেমাটি নেটফ্লিক্সে দেখা হয়েছে ১ কোটি ৩৬ লাখ বার। অন্যদিকে কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’ মাত্র এক মাসে দেখা হয়েছে ১ কোটি ৩৮ লাখ বার। চার মাস আগে মুক্তি পাওয়া ‘অ্যানিমেল’কে এক মাসেই টপকাল ‘লাপাতা লেডিস’।
১ কোটি ৭০ লাখের বেশি ভিউ নিয়ে এখন পর্যন্ত নেটফ্লিক্সে সবচেয়ে বেশিবার দেখা ভারতীয় সিনেমা হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনের ‘ফাইটার’। অজয় দেবগনের ‘শয়তান’ বেশ সাড়া পাচ্ছে নেটফ্লিক্সে, ১৭ দিনে সিনেমাটি দেখা হয়েছে ১ কোটি ৩০ লাখ বার। যে গতিতে ‘লাপাতা লেডিস’-এর ভিউ বাড়ছে, তাতে শিগগিরই নেটফ্লিক্সে ‘ফাইটার’-এর রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
১৩ বছর আগে ‘ধোবি ঘাট’ সিনেমা পরিচালনা করেছিলেন আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। এরপর আর পরিচালনায় দেখা যায়নি তাঁকে। দীর্ঘ ১৩ বছরের বিরতি শেষে আবারও পরিচালনায় ফিরে বাজিমাত করেছেন তিনি। বিপ্লব গোস্বামীর গল্প অবলম্বনে বানানো হয়েছে ‘লাপাতা লেডিস’। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন স্নেহা দেশাই। এটি একটি সোশ্যাল স্যাটায়ার। সিনেমাটির প্রযোজনায় রয়েছে আমির খানের প্রযোজনা সংস্থা ও কিন্ডলিং প্রোডাকশন।
২০০১ সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমাটি। এতে দেখা গেছে, দুই কনে ট্রেনের মধ্যে অদল-বদল হয়ে যায়। সিনেমাটিতে অভিনয় করেছেন রবি কিষাণ, নিতানশী গোয়েল, প্রতিভা গোয়েল, স্পর্শ শ্রীবাস্তব প্রমুখ।