এআই সহায়তায় মান্নাকে পর্দায় ফেরানো নিয়ে পরিবারের আপত্তি
এআই সহায়তায় মান্নাকে পর্দায় ফেরানো নিয়ে পরিবারের আপত্তি। ছবি: সংগৃহীত
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্না। মৃত্যুর ১৬ বছর পার হলেও দর্শক মনে এখনও অভিনেতার অবস্থান আগের মতোই। মৃত্যুর এতো বছর পরও তার সিনেমাগুলো পছন্দ করেন দর্শকরা। মান্না অভিনীত সিনেমার বিভিন্ন কাট কাট অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করা হয়।
এদিকে সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় এই নায়ককে নতুন করে পর্দায় ফিরিয়ে আনা হয়েছে ‘ব্ল্যাকস্টোন’ নামে একটি সিরিজে। সোমবার (১ এপ্রিল) মুক্তিপ্রাপ্ত বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক সিরিজটিতে খলনায়কের ভূমিকায় মান্নাকে হাজির করেছেন তরুণ নির্মাতা শাহরিয়ার গালিব।
তবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় মান্নাকে পর্দায় ফেরানো নিয়ে আপত্তি তুলেছে তার পরিবার। মান্নার স্ত্রী শেলী মান্না বুধবার (৩ এপ্রিল) দেশের একটি গণমাধ্যমকে জানান, পরিবারের অনুমতি ছাড়াই মান্নাকে সিরিজে ব্যবহার করা হয়েছে। তাঁর ভাষ্যে, ‘মান্নার ইমেজকে বিক্রি করা হয়েছে।’
কিন্তু নির্মাতা শাহরিয়ার গালিবের দাবি, তিনি অনুমতি নিতে মান্নার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।
এ প্রসঙ্গে শেলী মান্না বলেন, সিরিজটি বানানোর সময় কিংবা বানানোর পরও যোগাযোগ করা হলে সেটা মানা যেত, সেটা তারা করেনি। ট্রেলার প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা কোনো অনুমতি দিইনি।
পরিবারের অনুমতি নিয়ে হলিউডের প্রয়াত তারকাদের এআইয়ের মাধ্যমে পর্দায় ফেরানোর নজির রয়েছে। ‘ব্ল্যাকস্টোন’ সিরিজে মান্নাকে ১০ সেকেন্ডের জন্য দেখা গেছে। শাহরিয়ার গালিবের দাবি, কোনো ভিডিওতে ১০ সেকেন্ডের মতো ফুটেজ রাখতে পরিবারের অনুমতি না নিলেও চলে। তবে একজন তথ্যপ্রযুক্তিবিদ প্রথম আলোকে জানান, ভিডিওতে ১০ সেকেন্ডের ফুটেজ ব্যবহার করা যায়। কিন্তু এটি কোনো ভিডিও ফুটেজ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মান্নাকে তুলে ধরা হয়েছে। এর ফলে সেই নিয়ম এখানে খাটবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
প্রসঙ্গত, ব্ল্যাকবক্স স্টুডিওর ব্যানারে নির্মিত এই সিরিজে অভিনয় করেছেন চট্টগ্রামের স্থানীয় অভিনয়শিল্পীরা। আছেন রাফি, রাজিব, শাহরিয়ার কবির প্রমুখ। প্রযোজনা করেছেন রবিউল করিম। নির্মাতা জানান, তিন ভাগে বিভক্ত করা সিরিজটির প্রথম অংশ আসবে আগামী ১ এপ্রিল। এরপর ১ মে উন্মুক্ত হবে দ্বিতীয় সিজন আর তৃতীয় সিজনের তারিখ এখনও চূড়ান্ত হয়নি।