শহীদ মিনারে নেয়া হবে না সাদির মরদেহ, দাফন বাদ যোহর
সাদি মহম্মদ। ছবি: সংগৃহীত
দেশের রবীন্দ্রসংগীত জগতের প্রাণ সাদি মহম্মদ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। বুধবার (১৩ মার্চ) রাতে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তার মরদেহ।
প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদের জানাজা বৃহস্পতিবার (১৪ মার্চ) বাদজোহর রাজধানীর মোহাম্মদপুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে মোহাম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে। তবে তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে না বলে জানিয়েছেন সাদি মহম্মদের পারিবারিক সদস্য গাউসুল আলম শাওন।
বুধবার রাতে হাসপাতালে প্রথিতযশা নৃত্যশিল্পী শিবলী মহম্মদ জানান, মানুষের ভালোবাসা তার ভাই পেয়েছেন। এই যে এত মানুষ এখানে ছুটে এসেছেন, এটাই তার প্রতি সবার ভালোবাসা। মরদেহ শহীদ মিনারে নেওয়া হবে না। মরদেহ রাতে হিমঘরে রাখা হবে, সেখান থেকে সকালে আনা হবে।
বৃহস্পতিবার বাদ যোহর বাসার পাশে তাজমহল রোডের কবরস্থানে তার ভাইকে দাফন করা হবে এবং তার আগে কবরস্থানের জামে মসজিদেই তার জানাজা হবে বলেও জানান তিনি।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে সাদি মহম্মদের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ধানমন্ডিতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাদি মহম্মদ মারা যান। তার মরদেহ তার বাসায় ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। রবীন্দ্রসংগীত শিল্পী, শিক্ষক ও সুরকার সাদি মহম্মদ বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে রবীন্দ্র সঙ্গীতে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। অসংখ্য সিনেমায় ও নাটকে প্লেব্যাক করেছেন তিনি।