৫৮ বছর বয়সে অন্তঃসত্ত্বা হলেন প্রয়াত গায়কের মা
ছবি: সংগৃহীত
ভারতের পাঞ্জাবি সঙ্গীতশিল্পী প্রয়াত সিধু মুসেওয়ালা ২০২২ সালের ২৯ মে গুলিতে নিহত হন। ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছিলেন তার মা চরণ কৌর। কিন্তু বাঁচতে হবে। সেই বাঁচার তাগিদেই প্রায় অসাধ্য সাধন করলেন। ৫৮ বছর বয়সে মা হতে চলেছেন সিধু মুসেওয়ালার মা।
দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আইভিএফের মাধ্যমে অন্তঃসত্ত্বা হয়েছে পাঞ্জাবের প্রয়াত সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালার মা চরণ কৌর। এর জন্য বহুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন তারা। অনেক চেষ্টার পর সাফল্য মেলে। ৫৮ বছর বয়সে ফের গর্ভ ধারণ করেন চরণ। এবার সন্তানের অপেক্ষায় দিন গুনছেন তিনি ও তার পরিবার।
পাঞ্জাবের মানসা জেলার মুসা গ্রামে জন্ম সিধুর। জন্মসূত্রে তার নাম শুভদীপ সিং সিধু। ছোটবেলা থেকেই র্যাপ আর হিপহপ গানের প্রতি টান অনুভব করতেন। পড়াশোনার জন্যই গিয়েছিলেন কানাডা। তার পাশাপাশি গানও করতেন। ২০১৭ সালে প্রথম গান ‘জি ওয়াগন’ রিলিজ করেন। ধীরে ধীরে খ্যাতির শিখরে পৌঁছে যান।
নিজের গ্রাম মুসাকে শ্রদ্ধা জানাতেই সিধু পালটে ফেলেছিলেন নাম। হয়েছিলেন সিধু মুসেওয়ালা। ২০২২ সালের নভেম্বর মাসেই ২৮ বছরের যুবকের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এই মর্মান্তিক মৃত্যুতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সিধুর মৃত্যুর তদন্তের জন্য পাঞ্জাব পুলিশ স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার, জগ্গু ভগবানপুরিয়া-সহ মোট ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট গঠন।