আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন কণ্ঠশিল্পী ইভা
আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন কণ্ঠশিল্পী ইভা। ছবি: সংগৃহীত
মাসখানেক আগেই অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ওই সময় অনেক তারকাই সরাসরি ভোট করতে আওয়ামী লীগসহ অনেক দলের মনোনয়ন ফরম কিনেছিলেন। কিন্তু মনোনয়ন পেয়েছেন হাতেগোনা কয়েকজন। এবার সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে মরিয়া হয়ে উঠেছেন শোবিজের নারী তারকারা। মূল নির্বাচনের মতো এই আয়োজনেও নারী তারকাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
তারকাদের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন কণ্ঠশিল্পী ইভা আরমান। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম কিনেন তিনি। এ সময় সাথে ছিলেন তার স্বামী সোহেল আরমান।
এ সময় ইভা আরমান গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। সেখান থেকেই আমার সুপ্ত ইচ্ছে ছিল, আওয়ামী লীগের একজন কর্মী হয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যাব। এই সুযোগটা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দেন তাহলে দেশের মানুষের সেবা করার সুযোগ পাবো এবং সেই দায়িত্ব শতভাগ পালন করবো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে বলতে গিয়ে ইভা আরমান বলেন, উনার সাথে আমার একবার সাক্ষাৎ হয়েছিল। উনাকে দেখে আমি মুগ্ধ। উনার সম্পর্কে আমরা সবই জানি। অনেক কষ্টের সময় পার করে এসেছেন। ছোট বোন ছাড়া পরিবারের সবাইকে হারিয়েছেন, দেশের জন্য অনেক ত্যাগ শিকার করেছেন। এতো কিছুর পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে একটি স্মার্ট বাংলাদেশ উপহার দিয়েছেন। আমি উনার এসব দেখে এবং শিখে অনুপ্রাণিত হয়েছি।
এছাড়া শোবিজ অঙ্গণের আরও ৮ জন তারকা সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেন। এর মধ্যে অভিনেত্রী অপু বিশ্বাস, নিপুণ আক্তার, সৈয়দা কামরুন নাহার শাহনূর, ঊর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, তানভিন সুইটি, মেহের আফরোজ শাওন ও জাকিয়া মুন। তারা সবাই আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।