ইরানে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া আহসান
ছবি সংগৃহিত
বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী জয়া আহসান এ পর্যন্ত পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। পাশাপাশি তিনি বর্তমানে ভারতীয় বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ইতোমধ্যে তিনি হিন্দি সিনেমায় নাম লিখিয়েছেন এবং 'কড়ক সিং' সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা অর্জন করেছেন।
এবার তার ক্যারিয়ারে নতুন পরিচয় যুক্ত হয়েছে। আর সেটা হলো তিনি ইরানি সিনেমার অভিনেত্রী। সম্প্রতি ইরানি ভাষায় নির্মিত সিনেমায় অভিনয় করেছেন জয়া, যেটি মুক্তির অপেক্ষায় আছে।
এবার ইরানের বৃহৎ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবেও দেখানো হলো ‘ফেরেশতে’। গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ইরানের তেহরানে শুরু হয়েছে ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ফজর চলচ্চিত্র উৎসবে ‘ফেরেশতে’র উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত ছিলেন তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান, ছবির নির্মাতা অতাশ জমজম এবং ছবির প্রধান চরিত্রে অভিনয় করা জয়া আহসান, সুমন ফারুক এবং রিকিতা নন্দিনী শিমু। এছাড়াও প্রদর্শনীতে ছিলেন ‘ফেরেশতে’র গল্পকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুমিত আল রশিদ।
‘ফজর’ উৎসবে জয়া আহসানকে পাওয়া গেল একেবারেই ভিন্ন লুকে। সে দেশের সংস্কৃতি বিবেচনা করে ভিন্নধর্মী পোশাক নির্বাচন করেছেন জয়া। সেই ছবি এখনো তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করলেও তাকে ফিচার করেছে তেহরানের গণমাধ্যম। নীল রঙের বোরকা ও মাথায় স্কার্ফ পরতে দেখা গেছে জয়াকে।
‘ফেরেশতে’ সিনেমায় জয়া আহসান অভিনয় করেছেন সংগ্রামী এক নারীর চরিত্রে। ইতিমধ্যে এটি ভারতের একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। ঢাকায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছে।
সিনেমাটি প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘ফেরেশতে সিনেমাটি সবার ভালো লাগবে। চলচ্চিত্র উৎসবে বিশ্বের অনেক দেশের পরিচালকরা এবং সিনেমা সংশ্লিষ্টরা সিনেমাটি দেখবেন। এটা ভালো লাগছে। ইরানে অবস্থান প্রসঙ্গে জয়া বলেন, ‘ইরানের বড় চলচ্চিত্র উৎসবে এসে খুব ভালো লাগছে। সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তেহরানের ঐতিহ্য’।
এদিকে, জয়া অভিনীত নতুন সিনেমা 'ভূতপরী' কলকাতায় মুক্তি পাচ্ছে ৯ ফেব্রুয়ারি। তেহরান থেকে তিনি সরাসরি যাবেন কলকাতা।
'ভূতপরী' মুক্তির আগে কলকাতায় সিনেমার প্রচারণা অংশ নেবেন। এছাড়া ৯ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পাচ্ছে তার অভিনীত 'পেয়ারার সুবাস।'
জয়া আহসান বলেন, 'তেহরান থেকে সরাসরি কলকাতা যাব। ভূতপরী সিনেমার প্রচারণা শেষ করে ঢাকায় ফিরব। কেননা, ঢাকায় আমার অভিনীত 'পেয়ারার সুবাস' মুক্তি পাচ্ছে। এটাও একটা আনন্দের খবর আমার জন্য।
ফেরেশতে’র প্রদর্শনীতে ইরানে বসবাসরত বাঙালি দর্শকের পাশাপাশি ভিন্নভাষি দর্শকরাও ছিলেন। ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে ১১ ফেব্রুয়ারি।
তেহরানের ৪২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল ক্যাটাগরিতে বিশ্বের বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে জয়া আহসান অভিনীত 'ফেরেশতে'।