প্রেমিকের জন্য মাকে ত্যাগ অভিনেত্রীর!

অভিনেত্রী অহনা দত্ত এবং প্রেমিক দীপঙ্কর দে। ছবি: সংগৃহীত
মায়ের সঙ্গে ভয়ানক বিবাদ। মুখ দেখাদেখি বন্ধ। বাড়ি ছেড়ে চলে এসেছেন প্রেমিকের কাছে। প্রেমিক আবার বয়সে ১৪ বছরের বড়। এমন ‘অসমান’ প্রেমিকের সঙ্গে সম্পর্ক বলেই নাকি মায়ের সঙ্গে তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী মিশকা ওরফে অহনা দত্তর।
গত এক বছর ধরে তার মায়ের সঙ্গে কথা হয় না এই অভিনেত্রীর। মায়ের সঙ্গে অহনার ব্যক্তিগত সমস্যা সবারই জানা। প্রায় এক বছর হলো প্রেমিকের জন্য মায়ের বাড়ি ছেড়েছেন অহনা।

বলা চলে, প্রেমিক দীপঙ্কর দে এখন অভিনেত্রীর জগত। মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সময় কাটানোর মুহূর্ত শেয়ার করেন তিনি। জানা গেছে, অহনা-দীপঙ্করের সম্পর্ক মেনে নেননি অভিনেত্রীর মা। মূলত এরপরেই প্রেমিকের জন্য মা এবং বাড়ি ছেড়ে চলে আসার সিদ্ধান্ত নেন তিনি। তবে মায়ের সঙ্গে যতই মতবিরোধ হোক না কেন, তবু নিশ্চয়ই পুরনো কথা মনে পড়ে অহনার। যদিও বর্তমানে তার সব শূন্যস্থানই পূরণ করছেন দীপঙ্কর।

সম্প্রতি নিজের ফেসবুক পেইজে একটি ছবি শেয়ার করে স্ট্যাটাস দিয়ে সেই অনুভূতিই জানিয়েছেন অহনা। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “ঠিক স্টেজে ওঠার আগে আমার হাতটা ছেঁড়ে দিয়ে স্টেজের এক পাশে দাঁড়িয়ে পড়ে! এই বালিশটা বেশিরভাগ ওর কোলের উপর থাকে, আর তার উপরে থাকে আমার মাথা। কিন্তু আজ ও এতটাই ক্লান্ত যে, ঠিক বিপরীতটা হল। আমি বিভিন্ন জায়গায় শো করছি এক বছর হয়ে গেল। এবং খুব কম দিনেই আমি ১০০তম শো অতিক্রম করলাম! কিন্তু আমার সঙ্গে প্রত্যেকটা শোতে যেই মানুষটা যায়, তিনি হলেন একমাত্র ভালবাসার মানুষ। যখন ওকে বললাম যে, আমি ঠিক পারব আমাকে ছেড়ে দাও।
তখন আমাকে বলল, “তুই বড় হয়ে গেলে একা যাস, আমি ছেড়ে দেব। আরে বাবা একটা দায়িত্ব আছে তো নাকি।” হয়তো মার সঙ্গে থাকলে মাও তাই করত। কিন্তু তুমি তো আমাকে জন্ম দাওনি। তাহলে প্রথমদিন থেকে এত নিঃস্বার্থ হলে কীভাবে। যে নিজের পুরো লাইফের শিডিউলটাই পাল্টে দিলে! তোমার কাজ আর আমার ছুটি থাকা সত্ত্বেও আমার শোতে প্রত্যেকদিন গিয়ে একদিনও প্রশ্ন করলে না যে তোর কাজের জন্য প্রত্যেকদিন আমি কেন রাত জাগব। আবার ৭টার কল এটেন্ড করব। অনেক ভাগ্য করে পেয়েছি তোমাকে। হয়তো এটাকেই Alpha Male (আলফা মেল) বলে।”

ওই ছবিতে দেখা যায়, গাড়িতে বসে রয়েছেন অহনা। কোলে একটি বালিশ রাখা। আর সেই বালিশে মাথা রেখে শুয়ে আছেন দীপঙ্কর।
অভিনেত্রী জানান, সাধারণত শো থেকে ফেরার পথে দৃশ্যটা উল্টো হয়। এক বছরের অভিনয় জীবন তার। এর মধ্যেই ১০০টা শো অতিক্রম করলেন তিনি। প্রতিদিনের শুটিংয়ের পর বিভিন্ন অঞ্চলে অভিনেত্রীকে শো করার উৎসাহের জোগান দেন দীপঙ্করই।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই দীপঙ্করের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অহনা। মায়ের এই সম্পর্ক নিয়ে আপত্তি থাকায় বিষয়টি নিয়ে নানান বিতর্কও হয়। তবে ভালোবাসা যে মানে না কোনো বাঁধা। সে কথা আবারও জানান দিলেন অহনা। আর তাই তো প্রেমিকের জন্য নিজের মা আর বাড়ি ছাড়তেও পিছপা হননি এই অভিনেত্রী।
