প্রেমের বদনাম ঘুঁচে যাওয়ায় বুবলী জানালেন শ্রদ্ধা, অপু দিলেন খোঁচা
শবনম বুবলী ও অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
ঢাকাই সিনেমার দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্কের বিষয়ে ভক্তরা বেশ ভালো করেই জানেন। এ দুই তারকাই একটা সময়ে ছিলেন সুপারস্টার শাকিব খানের স্ত্রী। কিন্তু বর্তমানে এই নায়কের জীবনে তাদের কোনো অবস্থান নেই। দুজনেই হয়ে গেছেন সাবেক।
সবশেষ এই দুই নায়িকার কোন্দল স্পষ্ট হয় গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নী ও অপু বিশ্বাসের একটি ফোনালাপকে কেন্দ্র করে। যার সূত্রপাত ফারজানা মুন্নীর এক ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে। যেখানে তিনি দাবি করেন, তার স্বামী কৌশিক হাসান তাপসের সঙ্গে প্রেম করছেন নায়িকা বুবলী।
অপু বিশ্বাসের সঙ্গে সেই ফোন আলাপে মুন্নী নায়িকা বুবলী সম্পর্কে নানা তথ্য ফাঁস করেন। কলটি রেকর্ড করেন রাখেন অপু বিশ্বাস। এরপর ছড়িয়ে পড়ে সেই অডিও। যেখানে পুরোটা সময়জুড়ে মুন্নীর কণ্ঠই শোনা গেছে। অপু বিশ্বাস কী বলেছেন, সেসব বাদ দেওয়া হয়।
ছড়িয়ে পড়া কল রেকর্ডটি নিয়ে এতদিন চুপ থাকলেও সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সেই বিষয়ে কথা বলেছেন ফারজানা মুন্নী। তিনি জানিয়েছেন, অপু বিশ্বাস তার অনুমতি না নিয়েই কলটি রেকর্ড করেছেন।
সাক্ষাৎকারে অপু বিশ্বাসের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন মুন্নী। এ ছাড়াও ওই সময়ে কিছু বিষয়ে মেন্টালি ডিস্টার্বড থাকায় বুবলীর প্রতি এক ধরনের সন্দেহ সৃষ্টি হয়েছিল তার। তাই বুবলীকে নিয়ে বিভিন্ন কথা বলেছেন তিনি, যা করা উচিত হয়নি বলে মনে করেন ফারজানা মুন্নী।
স্বাভাবিকভাবেই এই সাক্ষাৎকারটি প্রকাশের পর বুবলীর নামের পাশে তাপসের সঙ্গে প্রেমের সম্পর্কের যে ‘বদনাম’ চারদিকে ছড়িয়ে পড়েছিল তা ঘুচল। আর সে কারণেই এই নায়িকা তাপস-মুন্নী দম্পতির ওই সাক্ষাৎকারটি ফেসবুকে শেয়ার করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন— ‘আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে মার্জিত দম্পতি! কৌশিক হোসেন তাপস ভাইয়া ও ফারজানা মুন্নী আপুর প্রতি শ্রদ্ধা রইল।’
এদিকে এই সাক্ষাৎকার প্রকাশের পরেই বুধবার মধ্যরাতে ফেসবুকে রহস্যময় এক স্ট্যাটাস দিয়েছেন অপু বিশ্বাস। যেখানে তিনি কারও নাম না নিলেও পরোক্ষভাবে বুবলী-তাপস-মুন্নীর বিষয়টিকেই ইঙ্গিত করেছেন।
স্ট্যাটাসে এক থেকে তিন ক্রমবিন্যাস করে অট্টহাসির প্রতিক্রিয়ায় এই নায়িকা লিখেছেন, ‘মানুষ হয়ে বিপদে আছি। চারপাশে সব ফেরেশতা। এতদিন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। স্ক্রিপ্ট অনেক দুর্বল।’