দেড় বছরে কার কার সঙ্গে কাজ করবেন, জানালেন পরিমনি
ছবি: সংগৃহীত
ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত অভিনেত্রী পরীমণি। বাণিজ্যিক সিনেমা দিয়ে সফলতার সাথে শোবিজ ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও তুমুল চর্চার মধ্যে থাকেন এই নায়িকা।
মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে প্রায় দুই বছর পর ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন তিনি। তবে কাজের পরিসর অনেকটা কমে গেছে। এসব বিষয় নিয়ে ইংরেজি ভাষার সংবাদমাধ্যম ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন তিনি।
কাজের পরিসর কমে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জাবাবে পরীমণি বলেন, “অনেক বেশি কাজ করতে হবে, বিষয়টি তা না। আমি হারিয়ে যাইনি। আমি ঢাকাই সিনেমায় আছি, ভালোভাবেই আছি। মা হয়েছি, তাই বিরতি গেছে। নতুন করে কাজে ফিরেছি। পরীমণি হারিয়ে যায়নি। নতুন করে স্টাবলিশ হওয়ার কিছু নেই। মানুষ আমাকে চেনে, ভালোবাসে।”
তিনি আরও বলেন, “সুন্দর সুন্দর সিনেমা করতে চাই। সংখ্যাটা বড় না। ভালো ভালো সিনেমায় আমাকে দেখতে চাই। প্রতিদিন আমার কাছে স্ক্রিপ্ট আসছে। ধীরে ধীরে কাজ করতে চাই। অসংখ্য কাজ তো কোনো শিল্পীই করতে পারবেন না। আমি সিদ্ধান্ত নিয়েছি একদম বেছে বেছে, ভালো ভালো কাজ করব। এখন আমার সন্তান আছে, তাকে সময় দিতে হয়। সবকিছু ভেবেই শুটিং করতে হবে।”
জীবনটাকে কীভাবে সাজাতে চান- এমন প্রশ্নের উত্তরে ঢাকাই এই শীর্ষ নায়িকা বলেন, “সন্তানের প্রাধান্য আমার কাছে বেশি। সিনেমাও করব। কিন্তু সন্তানকে সময় দেবো না, এটা ভাবতেই পারি না। আরও কয়েকটা বছর বেশি বেশি সময় দিতে হবে। সন্তানকে সময় দিইনি- এটা বলে আফসোস করতে চাই না। সে আমার অংশ। তারপরও আমি সিনেমার মানুষ, সিনেমা তো করতেই হবে। আগামী দেড় বছরের পরিকল্পনা করে ফেলেছি। দেড় বছরে কার কার সঙ্গে কাজ করব, কী কী কাজ করব- সেটা চূড়ান্ত করে ফেলেছি।”
ঢালিউডে পরীমণির ক্যারিয়ারের শুরুটা হয়েছিল বাণিজ্যিক ধারার চলচ্চিত্র দিয়ে। “ভালোবাসা সীমাহীন”, “পাগলা দিওয়ানা”, “নগর মাস্তান”, “লাভার নাম্বার ওয়ান” ইত্যাদি সিনেমায় অভিনয়ের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে গ্ল্যামারকন্যা হিসেবে ভালোই পরিচিতি পেয়েছিলেন এ চিত্রনায়িকা। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেকেও পাল্টে ফেলেছেন পরী। বাণিজ্যিক ধারার ছবি থেকে বের হয়ে “গুণিন”, “স্বপ্নজাল”, “প্রীতিলতা” কিংবা “মা”র মতো গল্পনির্ভর সিনেমায়ই তিনি বেশি কাজ করেন।
মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে গত ৮ অক্টোবর ক্যামেরার সামনে দাঁড়ান পরী। রেজা ঘটকের নির্মাণে “ডোডোর গল্প” নামে নতুন সিনেমার শুটিংয়ে অংশ নেন তিনি। সিনেমাটির কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। সরকারি অনুদানপ্রাপ্ত “ডোডোর গল্প” সিনেমায় পরীমণির সঙ্গে আছেন সাইমন সাদিক, আহসান হাবিব নাসিম প্রমুখ।
এছাড়া অনম বিশ্বাসের পরিচালনায় একটি ওয়েব ফিল্মে কাজ করার কথা রয়েছে পরীর। সময়ের আলোচিত পরিচালক রায়হান রাফীর সঙ্গেও নতুন সিনেমায় কাজ করবেন তিনি।