রাফসানের সঙ্গে সম্পর্ক নিয়ে যা জানালেন জেফার
জেফার ও রাফসান সাবাব। ছবি: সংগৃহীত
চায়ের আড্ডা থেকে সোশ্যাল মিডিয়া। সব জায়গায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রূপ নিয়েছে রাফসান ও জেফারের প্রেমের গুঞ্জন। এদিকে রাফসানকে রীতিমতো প্রতারক বলছেন নেটিজেনরা। এক ফেসবুক স্ট্যাটাসে সানিয়া এশার সঙ্গে তিন বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘোষণা করেছেন জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব।
আর এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে বেশ চর্চা হচ্ছে এবং নানা রকম কথা ছড়াচ্ছে। এছাড়াও বিচ্ছেদ নিয়ে যে পোস্ট দিয়েছেন রাফসান সেখানে সানিয়া এশার অনেক বন্ধুই রাফসানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। অনেকেই বলছেন রাফসান প্রতারণা করেছেন এশার সঙ্গে। অন্যদিকে, গায়িকা জেফারের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়াচ্ছে, যা ক্রমাগত আলোচনার কেন্দ্রে আসছে।
সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে, জেফারের সঙ্গে সম্পর্কে ছিলেন রাফসান। যার কারণেই বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছেন তিনি। এই গুঞ্জন আরও বাড়িয়ে দেয় রাফসানের স্ত্রী এশার বক্তব্যে। বিচ্ছেদ প্রসঙ্গে তিনি দাবি করেন, আমার অনুমতি ছাড়া এমনকি ডিভোর্স লেটারে আমার স্বাক্ষর ছাড়াই রাফসান বিচ্ছেদের ঘোষণা দিয়েছে।
ফলে জেফারের সঙ্গে রাফসানের সম্পর্ক নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখনই সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন এই সংগীতশিল্পী। যেখানে জেফার দাবি করেছেন, রাফসানের সঙ্গে সম্পর্কটা শুধুই বন্ধুত্বের।
তাদের দু’জনকে নিয়ে বিভিন্ন সমালোচনার জবাবে জেফার বলেন, ‘আমি সাধারণত এসব বিষয় এড়িয়ে চলার চেষ্টা করি। কিন্তু রাফসানকে নিয়ে আলোচনাটা অনেক দূর গড়িয়েছে। সে আমার একজন বন্ধু। এমন বন্ধু যেমনটা ইন্ডাস্ট্রিতে অনেকেই আছে।’
জেফার আরও বলেন, ‘আমরা একসঙ্গে শো করেছি। বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছি, ঘুরেছি, কিন্তু সেটা কেবলই দুজনে মিলে নয়। আমাদের আরও বন্ধুরাও সাথে ছিল।’
এই সংগীতশিল্পী বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে যা পড়বেন, তাই বিশ্বাস করবেন না। কেউ একজন এসে অভিযোগ তুললো, কোনো প্রমাণ ছাড়াই, এর মানে এই নয় যে সেটা বিশ্বাস করতে হবে।’
এর আগে বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে রাফসান লেখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমাকে বলতে হচ্ছে যে, এশার সঙ্গে আমার সম্পর্কের ইতি। বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ ছিল না কিন্তু অনেক চিন্তাভাবনার পরে দুজনের আলাদা হয়ে যাওয়াটাই আমার কাছে সেরা উপায় বলে মনে হয়েছে। আমাদের একসঙ্গে তিন বছরের পথ চলা এবং আমি চাই শেষটা সম্মানজনকভাবেই হোক।’