১০০ কোটির চেক ও বিএমডাব্লিউ এক্স৭ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
দক্ষিণী চলচ্চিত্রের অন্যতম সুপারস্টার হলেন রজনীকান্ত। তার সিনেমা মানেই অন্যরকম উন্মাদনা। দীর্ঘ দুই বছর পর গত ১০ আগস্ট বিশ্বব্যাপী তার নতুন সিনেমা ‘জেলার’ মুক্তির পর ইতোমধ্যেই ৫৯১.৪৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭৮৩ কোটি ৬০ লাখ টাকার বেশি) আয় করেছে।
নেলসন দিলীপ কুমার নির্মিত এ সিনেমা বিশ্বব্যাপী ২ হাজার ৯০০ পর্দায় মুক্তি পেয়েছে। মুক্তির আগে যে উত্তাপ ছড়িয়েছিল, মুক্তির পর তা আরো বেড়েছে।
সিনেমাটির এই দূর্দান্ত সাফল্যে রজনীকান্তকে বিলাসবহুল গাড়ি ও ১০০ কোটি রুপির একটি চেক উপহার দিয়েছেন প্রযোজক কালানিথি মারান। গত ৩১ আগস্ট সান পিকচার্সের সিইও কালানিথি মারান রজনীকান্তের বাড়ি গিয়ে সিনেমার লভ্যাংশের চেক হস্তান্তর করেন। এবার বিএমডাব্লিউ এক্স৭ মডেলের বিলাসবহুল গাড়ি রজনীকান্তকে উপহার দিলেন কালানিথি।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, 'রজনীকান্তের ‘জেলার’ সিনেমা বক্স অফিসে অসাধারণ ব্যবসা করছে। গত ৩১ আগস্ট সান পিকচার্সের সিইও কালানিথি মারান রজনীকান্তের বাড়ি গিয়ে সিনেমার লভ্যাংশের চেক হস্তান্তর করেন। এবার বিএমডাব্লিউ এক্স৭ মডেলের বিলাসবহুল গাড়ি রজনীকান্তকে উপহার দিলেন কালানিথি।'
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘জেলার’ সিনেমায় অভিনয়ের জন্য ১১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন রজনীকান্ত। এছাড়াও সিনেমাটির ব্যাপক সাফল্যে প্রযোজন সংস্থা থেকে এই অভিনেতার সঙ্গে লভ্যাংশ ভাগ করে নেওয়া হয়েছে। তাকে দেওয়া হয়েছে ১০০ কোটি রুপি মূল্যের আরও একটি চেক। সব মিলিয়ে এই সিনেমায় রজনীকান্তের পারিশ্রমিক দাড়াল ২১০ কোটি রুপি।
একজন শীর্ষস্থানীয় চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক টুইটারে একটি পোস্ট শেয়ার করেছেন। যাতে দেখা যাচ্ছে কালনিধি আর রজনীকান্ত হেঁটে আসছেন পাশাপাশি। এরপর একটু এগিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা একটি কালো রঙের বিএমডব্লিউ গাড়ির দিকে ইশারা করেন তিনি। যা দেখে অবাক হয়ে যান রজনীকান্ত। তিনি না বললেও, জোর করেই রজনীকান্তের হাতে গুঁজে দেওয়া হয় চাবি। গাড়ির ভিতর বসে দেখেন দক্ষিণের এই সুপারস্টার। হাত জোর করে নমস্কার ও ধন্যবাদও জানান প্রযোককে। এই সময় নিজস্ব স্টাইলে সাদা রঙের পাঞ্জাবিতেই দেখা গেল রজনীকান্তকে।
‘জেলার’-এর পর রজনীকান্তই হয়ে উঠেছেন সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা। টুইটে লেখা হয়েছিল, ‘খবর আসছে যে, সুপারস্টার রজনীকান্তের হাতে কালানিধি মারান যে খামটি তুলে দিয়েছেন তা সিটি ইউনিয়ন ব্যাঙ্কের, চেন্নাই মান্দাভেলি শাখার চেক। তাতে টাকার অঙ্কে লেখা আছে ১০০ কোটি। এটি জেলার সিনেমার লাভ শেয়ারিং চেক, যা সিনেমার জন্য সুপারস্টারের ইতিমধ্যেই যে পারিশ্রমিক (১১০ কোটি) পেয়েছেন তাঁর থেকে বেশি। মোট ২১০ কোটি। যা সুপারস্টার রজনীকান্তকে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা বানিয়েছে।’
নেলসন দিলীপকুমারের ‘জেলার’ হিট হওয়ার পর সাফল্যের সপ্তম স্বর্গে রয়েছেন রজনীকান্ত। ডার্ক কমেডি ও অ্যাকশন ঘরানার ‘জেলার’ সিনেমায় রজনীকান্তের চরিত্রের নাম ‘টাইগার’ বা মুথুভেল পান্ডিয়ান। সিনেমাটিতে এক পুলিশ অফিসারের বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি।
সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে আরো অভিনয় করেছেন— জ্যাকি শ্রফ, মোহনলাল, শিবা রাজকুমার, বসন্ত রবি, তামান্না ভাটিয়া, সুনীল প্রমুখ।