ঈদে সেলিম রেজার ধারাবাহিক ‘ঘুম দোষ’
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নির্মিত হলো ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘ঘুম দোষ’। সম্প্রতি ধারাবাহিকটির শুটিং সম্পন্ন হয়েছে।
নাটকটি রচনা করেছেন ফকির মিনার। নাটকটি পরিচালনার পাশাপাশি এর মূল ভূমিকায় অভিনয় করেছেন সেলিম রেজা।
এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আশিক চৌধুরী, আইনুন পুতুল, সঞ্চিতা দত্ত, সাবিনা রনি, কাজল মজুমদার, হেদায়েত নান্নু, তমা ইসলাম, দোলন আজিজ প্রমুখ।
নাটকটির গল্পে দেখা যাবে, গ্রামের যুবক হাশেম ঘুমাতে খুব ভালোবাসেন। ঘুমের কারণে তিনি কোনো কাজই ঠিকমতো করতে পারেন না। অন্তঃসত্ত্বা স্ত্রীর প্রতিও তিনি উদাসীন। গ্রামের মানুষ তাকে ঘুমের কুমির বলে আখ্যা দেন। তার এই ঘুমের কারণে ঘটতে থাকে নানা মজার ঘটনা।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা সেলিম রেজা বলেন, অলসতা যে একজন মানুষের জীবনকে ধ্বংসের দিকে ধাবিত করে, সেই বিষয়টি হাস্যরসের মধ্য দিয়ে নাটকটিতে তুলে ধরা হয়েছে। নাটকটি দেখে দর্শকদের ভালো লাগবে বলে আশা করি।
‘ঘুম দোষ’ একুশে টেলিভিশনের আসন্ন ঈদুল আজহার অনুষ্ঠানমালায় ঈদের দিন থেকে টানা ৭ দিন দুপুর দেড়টায় প্রচারিত হবে।